নারী নির্যাতন মামলায় রুবেল হোসেনকে কাল কারাগারে পাঠানো হয়। কারাগারে প্রেরণের সঙ্গে সঙ্গে ক্রিকেট পাড়ায় জন্ম নিয়েছে প্রশ্নের। এখন কি হবে রুবেলের? কিংবা, পারবেন তো বিশ্বকাপ খেলতে? বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবশ্য এখনই এ বিষয়ে কিছু বলতে চাইছে না। শুধু ইঙ্গিত দিয়েছে, তাদের হাতে অপশন রয়েছে। প্রয়োজন পড়লে রুবেলের জায়গায় অন্য কেউ যেতে পারেন। কাল মডেল ও চিত্র নায়িকা নাজনীন আক্তার হ্যাপীর করা নারী নির্যাতন মামলায় জামিন না মঞ্জুর করে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে থাকা রুবেলকে কারাগারে পাঠায় আদালত।
গত এক মাস ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রুবেল-হ্যাপী টপিক্স। জাতীয় দলের পেসারের বিপক্ষে নারী নির্যাতনের অভিযোগ এনে ১৩ ডিসেম্বর মামলা করেন হ্যাপী। মামলার পর রুবেল বারবার বলেছেন, তাকে ব্ল্যাক মেইল করার জন্যই এমনটি করা হয়েছে। হ্যাপীর সঙ্গে তার কোনো ধরনের শারীরিক সম্পর্ক নেই। তারপরও উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিন নেন রুবেল। জামিন পাওয়ায় বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে রুবেলকে নেওয়া হয় জানান বিসিবি সিইও নিজামুদ্দিন সুজন, 'উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর নির্বাচকরা তাকে দলে নেন। মামলা নিয়ে আমরা কিছুই বলতে চাইছি না।' স্কোয়াডে রুবেল সুযোগ পাওয়ার পর হ্যাপী আবার রিট করেন আদালতে। রিট করেন বিশ্বকাপ স্কোয়াড থেকে রুবেলকে বাদ দেওয়ার জন্য। অবশ্য হ্যাপীর দায়েরকৃত রিট খারিজ করে দেয় আদালত। বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার রীট আদালত খারিজ করলেও কাল নারী নির্যাতনের মামলার জামিন না মঞ্জুর করে আদালত কারাগারে পাঠিয়ে দেন রুবেলকে। আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিনে শুরু ক্রিকেট মহাযজ্ঞ বিশ্বকাপ। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের টাইগার স্কোয়াডের চার পেসারের অন্যতম রুবেল। যদিও রুবেলের অন্তর্ভুক্তি নিয়ে শুরুতে সন্দেহ ছিল। তারপরও অভিজ্ঞতা, গতি এবং সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে তাকে দলভুক্ত করেন নির্বাচক প্যানেল। কারাগারে প্রেরিত হওয়ায় শঙ্কায় পড়ে গেছে তার বিশ্বকাপ খেলা। তার বদলে অন্য কাউকে নেওয়া হবে কি না এ প্রসঙ্গে বিসিবি সিইও বলেন, 'এখনো সময় আছে আমাদের হাতে। মামলা নিয়ে কিছু বলার নেই বিসিবির। এটা একান্তই তার ব্যক্তিগত। যদি সমস্যায় পড়ে যান রুবেল এবং ২৪ জানুয়ারি দলের সঙ্গে অস্ট্রেলিয়া যেতে না পারেন, তাহলে অবশ্যই তার বদলে অন্য কাউকে নেওয়া হতে পারে। কেননা আমাদের হাতে অপশন রয়েছে।' প্রধান নির্বাচক ফারুক আহমেদ এখনই মন্তব্য করতে চাইছেন না, 'এখনই বলার কিছু নেই। আর তার বিষয়ে সিদ্ধান্ত কি হবে, সেটা ঠিক করবে বোর্ড। বোর্ড নির্দেশনা দিলেই আমরা তা অনুসরণ করব।' বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলন শুরু হবে ১২ জানুয়ারি সোমবার। চূড়ান্ত স্কোয়াডে চার পেসার নেওয়া হয়েছে। স্ট্যান্ডবাই হিসেবে রেখেছে শফিউল ইসলাম সুহাশকে। ১৫ সদস্যের স্কোয়াডে না থাকলেও অস্ট্রেলিয়া যাচ্ছেন শফিউল। তাই রুবেলের বিশ্বকাপ ভবিষ্যত অন্ধকার। তবে ২০১১ সালে ঘরের মাটিতে বিশ্বকাপ খেলেছিলেন রুবেল। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এমন ঘটনা এই প্রথম। এর আগে নারী নির্যাতনের অভিযোগে কোনো ক্রিকেটারকে কারাগারে যেতে হয়নি। যদিও ভিন্ন কারণে দেশের প্রথিতযশা চার ফুটবলার কাজী সালাউদ্দিন, আশরাফ উদ্দীন চুন্নু, গোলাম রব্বানী হেলাল ও আনেয়ারকে ১৭দিন কারাগারে থাকতে হয়েছিল।