জাতীয় ক্রীড়া পুরস্কার কবে দেওয়া হবে। ক্রীড়াঙ্গনে এটাই এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। সেই ২০১২ সালে আনুষ্ঠানিকভাবে ক্রীড়াবিদদের হাতে ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ সম্মান তুলে দেওয়া হয়েছিল। তিন বছর পার হতে চললেও জাতীয় ক্রীড়া পুরস্কারের দেখা মিলছে না। ২০১৩ সালে জাতীয় ক্রীড়া পুরস্কার কমিটির অন্যতম সদস্য শিবনাথ রায় বলেছিলেন, সবকিছুই চূড়ান্ত কিন্তু দেশে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির কারণে অনুষ্ঠান করা সম্ভব হচ্ছে না। সেই অজুহাত এখন কি মানা যাবে? ২০১৪ সালে দেশের পরিস্থিতি পুরোপুরি শান্ত থাকলেও অনুষ্ঠান করার কোনো উদ্যোগই নেওয়া হয়নি। ক্রীড়া প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে দৃঢ়ভাবে বলেছিলেন, সবকিছুই চূড়ান্ত যেকোনো সময় জাতীয় পুরস্কার দেওয়া হবে। এছাড়া ক্রীড়া পরিষদের পুরস্কারও চালু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। না, তাদের প্রতিশ্রুতির বাস্তবায়নের লক্ষণই দেখা যাচ্ছে না। এ ব্যাপারে কমিটির কেউ মন্তব্যও করতে চান না। জানা গেছে, ক্রীড়াবিদদের বাছাই নিয়ে স্বয়ং কমিটির মধ্যেই নাকি চরম মতবিরোধ দেখা গেছে। যোগ্যদের মূল্যায়ন না করে পুরস্কারের তালিকায় নাম আছে অযোগ্যদের। কোনো কোনো কর্মকর্তার বিরুদ্ধে উৎকোচ নেওয়ার অভিযোগও উঠেছে। সত্যি বলতে কি জাতীয় পুরস্কার নিয়ে সব সময় অস্বচ্ছতার অভিযোগ উঠে। কখনো খেলার মাঠে নামেননি এমন অনেককে খ্যাতনামা ক্রীড়াবিদ বলে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। এবারও বাছাই তালিকায় সে ধরনের অস্বচ্ছতা থাকাতে কমিটির কেউ কেউ মানতে পারছেন না। মূলত এসব বিবাদের কারণেই ঝুলে আছে জাতীয় ক্রীড়া পুরস্কারের অনুষ্ঠান।
শিরোনাম
- ডোপ টেস্ট পজিটিভ হলে জকসুর প্রার্থিতা বাতিল
- বাড্ডায় মেট্রো লাইন স্থানান্তর শুরু, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ
- চলতি বছর ই-রিটার্ন দাখিল করেছেন ১০ লাখের বেশি করদাতা
- ‘শাপলা যদি দিতেই চান একটু ফুটাইয়া দিলে ক্ষতি কী?’
- পাপ ও প্রতিশোধের ভয়ংকর গল্প ‘কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন’ আসছে স্টার সিনেপ্লেক্সে
- কাশ্মীরে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের ঘোষণা পাকিস্তানের
- নিজেদের সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রুশ কমান্ডাররা
- সুদানের এল ফাশেরে ১৪ হাজারের বেশি বেসামরিক নিহত
- বিএমএ ‘হল অব ফেইম’-এ অন্তর্ভুক্ত হলেন নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান
- তুরস্কের অনুরোধে আফগানিস্তান-পাকিস্তান ফের আলোচনায় বসছে
- মহাকাশ মিশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী
- প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি গঠন
- রাবিতে যাতায়াত সুবিধায় ই-কার সার্ভিস চালুর ঘোষণা
- কুমিল্লায় নিখোঁজের ৭ দিন পর শিশু আদিবার মরদেহ উদ্ধার
- ইরানের চাবাহার বন্দর নিয়ে মার্কিন নিষেধাজ্ঞায় ছাড় পেল ভারত
- ছাত্ররাই যুগে যুগে দেশকে রাহুমুক্ত করেছে: টুকু
- নির্বাচনী আইন ও বিধি সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা জরুরি
- স্থানীয় স্তরে সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগের আহ্বান
- ভিয়েতনামে বন্যায় ১০ জনের প্রাণহানি
- মোংলায় পুষ্টি, স্বাস্থ্যবিধি ও বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম
ঝুলে আছে জাতীয় ক্রীড়া পুরস্কার
ক্রীড়া প
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর