ধৈর্য
এক যুগ ধরে ফুটবল লিগে শিরোপা জিততে পারছে না ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং। এবার যে দল গড়েছে তাতেও শিরোপাতো দূরের কথা অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে তা বলা মুশকিল। এ ব্যাপারে সমর্থকরা হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন। কেউ কেউ আবার ক্ষোভের সঙ্গে মোহামেডানকে সমর্থন ছেড়ে দেওয়ার কথা বলছেন। এ নিয়ে আবার মোহামেডানের কর্মকর্তারা বলেছেন, মোহামেডানতো এখনো লিগে সর্বোচ্চ শিরোপা জেতা দল। সুতরাং কয়েকটা বছর চ্যাম্পিয়ন না হলে হতাশার কি আছে। ধৈর্য ধরে থাকলে ঠিকই লিগে সাফল্যের হাসি হাসবে। কারণ মোহামেডান সব সময় ধৈর্য মেনেই চলে। হতাশা অন্যদের মানালেও ঐতিহ্যবাহী দলে তা একেবারে বেমানান।
গুজব
শাস্তি মওকুফ হলেও জিমি, পিন্টু ও রানা ওয়ার্ল্ড হকি লিগে চূড়ান্ত দলে সুযোগ পাবেন কিনা তা নিশ্চিত ছিল না। রাসেল মাহমুদ জিমিকে চূড়ান্ত দলে রাখার ব্যাপারে সিলেকশন কমিটি একমত থাকলেও পিন্টু ও রানাকে নিয়ে মতানৈক্য দেখা দিয়েছিল। শেষ পর্যন্ত তিনজনই চূড়ান্ত দলে সুযোগ পেয়েছেন। এ ব্যাপারে সিলেকশন কমিটি প্রধান কামরুল ইসলাম কিসমত বলেছেন, দেখেন দল গঠন নিয়ে মতবিরোধ থাকতেই পারে। এ জন্য আলোচনার মাধ্যমে চূড়ান্ত দল গঠন করা হয়েছে। এখানে বিশেষ কোনো খেলোয়াড়কে বাদ দেওয়ার পরিকল্পনা ছিল না। যা শোনা যায় তা গুজবই।
সুযোগ
বঙ্গবন্ধু কাপ শুরু নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ফেডারেশন চাচ্ছে ১৫ জানুয়ারি থেকে শুরু করার। কিন্তু প্রস্তুতি নেই বলে তা সম্ভব নয়। সভাপতি কাজী সালাউদ্দিন বলেছেন, যতই পেছাক বঙ্গবন্ধু কাপ জানুয়ারিতে হবে এবং শেষও হবে। কিন্তু দেশের যে উত্তপ্ত রাজনৈতিক পরিবেশ তাতে করে এ সময় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট করা যাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। কেউ কেউ আবার বলছেন, এমনিতেই নিজেদের ব্যর্থতায় বঙ্গবন্ধু কাপ করতে পারছে না। তারপর আবার রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে উঠছে। এতে করে অজুহাত দেখানোর সুযোগও পেলেন বাফুফের কর্মকর্তারা। বলবেন সবরকম প্রস্তুতি থাকার পরও উত্তপ্ত পরিস্থিতির কারণে কাপ মাঠে নামানো সম্ভব হচ্ছে না।