ফরাসি টেনিস তারকা জো-উইলফ্রেড সঙ্গা ক্যারিয়ারের একমাত্র গ্র্যান্ডস্লাম ফাইনাল খেলেছেন অস্ট্রেলিয়ান ওপেনে। ২০০৮ সালের সেই ফাইনালে তিনি নোভাক জকোভিচের কাছে হেরেছিলেন। এরপর আর কোনো গ্র্যান্ডস্লাম ফাইনাল খেলতে পারেননি সঙ্গা। আরও একটা অস্ট্রেলিয়া ওপেন সামনে। এবার তিনি এখানে অংশগ্রহণই করতে পারছেন না! ইনজুরির কারণে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন জো-উইলফেড্র সঙ্গা। নিজের ওয়েবসাইটে ফরাসি এ টেনিস তারকা লিখেছেন, 'এটা সত্যিই হতাশার যে মৌসুমের শুরুতেই নিজেকে সরিয়ে নিতে হচ্ছে। অস্ট্রেলিয়ান ওপেনে আমি খেলতে পারছি না।' এর কারণ হিসেবে তিনি জানিয়েছেন, এখনো ইনজুরিতে ভুগছেন সঙ্গা। ১২তম বাছাই হিসেবে অস্ট্রেলিয়া ওপেনে অংশ নেওয়ার কথা ছিল জো-উইলফ্রেড সঙ্গার। তিনি নিজেকে প্রত্যাহার করায় অস্ট্রেলিয়া ওপেনে ফেবারিটদের একজন কঠিন প্রতিদ্বন্দ্বীই কমে গেল!