ভারতের বিপক্ষে সিরিজের শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাট করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। চতুর্থ দিন শেষে ৬ উইকেট হারিয়ে অসিদের সংগ্রহ ২৫১ রান। ফলে ভারতের থেকে ৩৪৮ রানে এগিয়ে রয়েছে স্মিথ বাহিনী।
এদিন, দ্বিতীয় ইনিংসে চতুর্থ দিনে খেলতে নেমে দ্রুত ৬ উইকেট হারালেও ওভারপ্রতি ৬.২৭ করে দ্রুত তুলতে সক্ষম হয় অস্ট্রেলিয়া। অধিনায়ক স্টিভেন স্মিথ ৭০ বলে করেন ৭১ রান। মিডল অর্ডারের আরেক ব্যাটসম্যান জো বার্নস মাত্র ৩৯ বলে খেলেন ৬৬ রানের ঝড়ো এক ইনিংস। ৮টি বাউন্ডারির সঙ্গে ৩টি ছক্কার মার ছিল তার ইনিংসে।
এছাড়া ওপেনার ক্রিস রজার্স ৭৭ বলে খেলেন ৫৬ রানের কার্যকরি এক ইনিংস। ৩০ বলে ৩১ রানে অপরাজিত রয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ব্র্যাড হ্যাডিন। ভারতের রবিচন্দ্র অশ্বিন একাই নেন ৪ উইকেট। আকি দুই উইকেট ভাগাভাগি করে নেন ভুবনেশ্বর কুমার আর মোহাম্মদ শামি।
ক্রিস রজার্স ৫৬, স্টিভেন স্মিথ ৭১ ও জো বার্নস ৬৬ রান করেছেন। ক্রিজে রয়েছেন ব্রাড হাডিন (৩১ রান) ও রায়ান হ্যারিস (০০)।
এর আগে বিরাট কোহলি ও লোকেশ রাহুলের সেঞ্চুরিতে গুটিয়ে যাওয়ার আগে প্রথম ইনিংসে ৪৭৫ রান করেছে ভারত। ৩টি উইকেট পেয়েছেন মিচেল স্টার্ক।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া : দ্বিতীয় ইনিংস ২৫১/৬ (স্মিথ ৭১, বার্নস ৬৬, রজার্স ৫৬, হাডিন ৩১*; অশ্বিন ৪/১০৫) এবং প্রথম ইনিস ৫৭২/৭ ডিক্লে.
ভারত : প্রথম ইনিংস ৩৭৫/১০ (বিরাট ১৪৭, লোকেশ ১১০, রোহিত ৫৩; স্টার্ক ৩/১০৬)
বিডি-প্রতিদিন/০৯ জানুয়ারি, ২০১৫/মাহবুব