বাংলাদেশ ক্রিকেট দল ব্যস্ত সময় পার করবে ২০১৫ সালে। টাইগারদের বছর শুরু হবে বিশ্বকাপ ক্রিকেট দিয়ে। ১৪ ফেব্রুয়ারি শুরু বিশ্বকাপ ক্রিকেট। শেষ ২৯ মার্চ। ক্রিকেট মহাযজ্ঞে অংশ নিতে ২৪ জানুয়ারি ঢাকা ছাড়বে মাশরাফি বাহিনী। বিশ্বকাপ খেলে দেশে ফেরার মাসখানেকের মধ্যে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে নামবে ক্রিকেট দল। এরপর ভারত, অস্ট্রেলিয়াও আসবে। ২০০৮ সালের পর আসছে দক্ষিণ আফ্রিকা। ৩০ জুন দুটি টি-২০, তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে ঢাকায় আসছেন হাশিম আমলারা। পাকিস্তান, ভারত ও অস্ট্রেলিয়ার সফরসূচি ঘোষিত না হলেও প্রকাশ করা হয়েছে দক্ষিণ আফ্রিকার সূচি। ৩০ জুন ঢাকায় আসবেন আমলারা। সফরের শুরুতে দুটি টি-২০ খেলবে মিরপুর স্টেডিয়ামে ৫ ও ৭ জুলাই। তিন ওয়ানডে ম্যাচ সিরিজের প্রথম দুটি ১০ ও ১২ জুলাই মিরপুরে এবং ১৫ জুলাই চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। প্রথম টেস্ট ২১-২৫ জুলাই চট্টগ্রামে এবং দ্বিতীয় ও শেষ টেস্ট ৩০ জুলাই-৩ আগস্ট মিরপুরে।
এপ্রিলে পাকিস্তান আসবে দুই টেস্ট, তিন ওয়ানডে ও একটি টি-২০ খেলতে। জানা যায়নি ভারত ও অস্ট্রেলিয়ার সিরিজের সূচি।