জাদুকরী ব্যাটিং দিয়ে ২২ গজে জাদু দেখিয়েছেন। ক্রিকেটের প্রায় সব রেকর্ড তার দখলে। ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পর 'আত্মজীবনী' লিখেও চমক দেখিয়েছেন লিটল মাস্টার। ভারতীয় ক্রিকেট ঈশ্বরকে এবার দেখা যাবে সিনেমায়। টেন্ডুলকার অভিনীত ছবিটি মুক্তি পাবে এ বছরই। মুম্বাইয়ের প্রযোজনা সংস্থার একটি স্পোর্টস গ্রুপ এ ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে। ইতিমধ্যে ছবির কাজ শুরুও হয়ে গেছে। গত এক বছর এই ছবির শুটিং হয়েছে বলেও জানা গেছে। ছবিটিতে টেন্ডুলকারের ক্রিকেট জীবনী ছাড়াও ব্যক্তিগত জীবনের বেশ কিছু উল্লেখযোগ্য বিষয় তুলে ধরা হবে। এমনকি ছবিটিতে কিছু অংশজুড়ে থাকবে স্ত্রী অঞ্জলির সঙ্গে তার বিবাহের দৃশ্যও। ১৯৮৯ সালে টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রবেশ করেন টেন্ডুলকার। ২০১৩ সালে অবসর নেওয়ার আগে ২০০টি টেস্ট ম্যাচ খেলেন তিনি। ৫৩ দশমিক সাত আট গড়ে ১৫ হাজার ৯২১ রান করেন টেন্ডুলকার। ৫১টি টেস্ট সেঞ্চুরি রয়েছে তার ঝুলিতে। তার ৪৯টি ওয়ানডে সেঞ্চুরিও রয়েছে।