উইলিয়ামস পরিবারের বড় মেয়ে ভেনাসের সময় এখন পড়ন্ত বেলার সূর্যের মতোই। তবে এই শেষ সময়েও তিনি মাঝে মধ্যেই মধ্য গগনের উত্তাপ উপহার দিচ্ছেন ভক্তদের। অকল্যান্ড ক্ল্যাসিকে গতকাল তিনি সেমিফাইনালে স্বদেশি লরেন ডেভিসকে ৬-০, ৬-৩ গেমে উড়িয়ে ফাইনাল নিশ্চিত করেছেন। দীর্ঘ প্রায় চার মাস পর কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠলেন ভেনাস উইলিয়ামস। অকল্যান্ড ক্ল্যাসিকের ফাইনালে ভেনাস উইলিয়ামস মুখোমুখি হবেন ড্যানিশ তরুণী ক্যারোলিন উজনিয়াকির। প্রথমবারের মতো কোনো এককের ফাইনালে মুখোমুখি হচ্ছেন দুজন। সেমিফাইনালে উজনিয়াকি চেক তরুণী জাহলাভোভাকে ৪-৬, ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন। ভেনাস সর্বশেষ এককের শিরোপা জিতেছেন গত বছরের ফেব্রুয়ারিতে। প্রায় এক বছর শিরোপাহীন থাকার পর দেখা যাক, ভেনাস তার ঝুলিতে আরও একটা শিরোপা নিতে পারেন কিনা!