জনপ্রিয়তা
ফুটবলে জনপ্রিয়তা আগের চেয়ে অনেক কমে গেছে। লোকাল আসরে স্টেডিয়ামে দর্শকের দেখা মেলে খুব কমই। রাগবি ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌসুম আলী তাই চ্যালেঞ্জ ছুড়ে বলেন, দেশে এখন ফুটবলের চেয়ে রাগবি খেলারই জনপ্রিয়তা বেশি। যেখানে খেলা হচ্ছে উপচেপড়া দর্শকের ভিড়। বর্তমানে ফুটবলে যা ভাবা যায় না। মৌসুমের এ কথা শুনে অনেকে হেসেছেন। বলেছেন, কার সঙ্গে কি তুলনা করছেন তিনি।
সান্ত্বনা
২০০৮-২০০৯ মৌসুমে প্রিমিয়ার ক্রিকেট লিগে শেষবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান। এর পর একবার রানার্সআপ হলেও পরবর্তীতে দলটি ঘুরে দাঁড়াতে পারছে না। এবার তো কোনো রকম সুপার সিক্সে ঠাঁই পেয়েছিল। যাক, সাফল্য না আসুক এর পরও মোহামেডান সান্ত্বনা পাওয়ার মতো কিছু খুঁজে পেয়েছে। হ্যাঁ, দ্বন্দ্বে জড়িয়ে লুৎফর রহমান বাদল মোহামেডান ছেড়ে নিজের পৃষ্ঠপোষকতার লিগে দল গড়েন। মোহামেডান চ্যাম্পিয়ন না হোক বাদলের দলকে হারিয়ে ঠিকই তৃপ্তির ঢেঁকুর তুলছে।
বলা মুশকিল
জর্জ কোটান আবাহনী দলের দায়িত্ব নিয়েছেন। তার প্রশিক্ষণেই বাংলাদেশ ২০০৩ সালে সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল। এর পর মুক্তিযোদ্ধার কোচ হলেও বড় কোনো সাফল্য এনে দিতে পারেননি। অথচ আবাহনীর সমর্থকরা আশা করছেন কোটানের প্রশিক্ষণে এবার পেশাদার লিগে হারানো শিরোপা উদ্ধার করবে। কোটান শিষ্যদের প্রশিক্ষণে সন্তুষ্ট হলেও লিগ চ্যাম্পিয়ন হতে পারবেন কিনা তা নিয়ে মন্তব্য করছেন না। বলেছেন, এ মুহূর্তে বলা মুশকিল। ছেলেরা মাঠে নামলে তারপর না হয় কিছু বলা যাবে।
রুবেলের সুযোগ
নারী নির্যাতনের অভিযোগে শেষ পর্যন্ত ক্রিকেটার রুবেল হোসেনকে কারাগারে যেতে হয়েছে। শেষ পর্যন্ত তার পরিণতি কী হবে বলা মুশকিল। যদি বিশ্বকাপ খেলতে পারেন তাহলে পাওলো রসির মতো হিরো হওয়ার সুযোগ থাকবে। ১৯৮২ সালে জেল থেকেই মুক্তি পেয়ে বিশ্বকাপে অংশ নেন। মাঠে নেমেই তিনি হিরো হয়ে যান। তার জাদুকরী নৈপুণ্যতায় মূলত ইতালি সেবার বিশ্বকাপ জয় করেছিল। আর রুবেল যদি খেলতে নেমে বাংলাদেশের সেরা পারফরমার হয়ে যান তাহলে রসির মতো তিনিও হিরো হয়ে যাবেন।
ম্যারাডোনা এলে
ইন্ডিয়ান সুপার লিগের মতো বাংলাদেশেও ফুটবল টুর্নামেন্ট হওয়ার কথা রয়েছে। আর এ টুর্নামেন্টের প্রধান সমন্বয়কারী হতে পারেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবলার কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা। তিনি যদি সত্যিই বাংলাদেশে আসেন তাহলে অবস্থা কী হবে কেউ কি ভেবে দেখেছেন। এ ব্যাপারে বাফুফের এক কর্মকর্তা বললেন, অনেক কিছুই তো শোনা যায়। আগে ম্যারাডোনা আসুক তারপর না হয় পরিস্থিতির কথা চিন্তা করা যাবে।