গেইল তাণ্ডবে ধরাশায়ী দক্ষিণ আফ্রিকা। মাত্র ১৭ বলে দ্রুততম হাফ সেঞ্চুরি করে দলের জয় নিশ্চিত করলেন ক্রিকেট দানব। ফলে চার বল বাকি থাকতে কেপ টাউনে অনুষ্ঠিত প্রথম টি ২০ ম্যাচ জিতে নেয় ক্যারিরীয়রা।
প্রথমে ব্যাট করতে নেমে সাউথ আফ্রিকা ২০ ওভারে চার উইকেট খুইয়ে ১৬৫ রান সংগ্রহ করে। আফ্রিকান দলের সর্বোচ্চ রান করেন রিলি রস্কো রুশো। এই বাহাতি ব্যাটসম্যান করেন ৫১ রান। এ ছাড়া ফ্রাংকোস ডু প্লেসিস করেন ৩৮ রান, ডিএ মিলার করেন ২৪ রান, এফ বিহার্ডিন করেন ১৮ রান। আফ্রিকানদের পক্ষে সবচেয়ে বেশি ২টি উইকেট নেন এসএস কোটরেল। এছাড়া জেও হোল্ডার ও এডি রাসেল একটি করে উইকেট নেন।
জবাবে ছয় উইকেট খুইয়ে চার বল বাকি থাকতেই ওয়েস্ট ইন্ডিজ করে ১৬৮ রান। ব্যাট করতে নেমে ড্যারেন সামি মাত্র ২০ রানের মাথায় আউট হয়ে যান। পরিস্থিতি সামাল দিতে প্রথমে ধীর গতিতে শুরু করেন ক্রিস গেইল। কিন্তু মারকুটে স্বভাব বলে কথা। কিছু সময় পার হতেই শুরু হয় ওভার বাউন্ডারি। মাত্র ১৭ বলের মাথায় হাফ সেঞ্চুরির দেখা পান এই ক্রিকেট দানব। ৪৪ বল খেলে তার সংগ্রহ দাঁড়ায় ৭৭ রান। ম্যান অব দ্য ম্যাচ হন ক্রিইস গেইল।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন স্যামুয়েলস। তিনি করেন ৪১ রান। এ ছাড়া ড্যারেন স্মিথ করেন ২০ রান। সবেচেয়ে বেশি উইকেট নেন ইমরান তাহির। তিনি দলের সর্বোচ্চ ৩টি উইকেট নেন। এছাড়া পারনেল নেন ২টি এবং ওয়াউজ নেন একটি উইকেট।
বিডি-প্রতিদিন/১০ জানুয়ারি ২০১৫/আহমেদ