সিডনিতে অনুষ্ঠিত ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার চতুর্থ ও শেষ টেস্ট ড্র হয়েছে। জয়ের জন্য ৩৪৮ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ভারত আজ শেষ দিনে ৭ উইকেট হারিয়ে ২৫২ রান সংগ্রহ করতে সক্ষম হয়। অস্ট্রেলিয়ার হয়ে ভারতের দ্বিতীয় ইনিংসে দুটি করে উইকেট নিয়েছেন মিশেল স্টার্ক, জোশ হ্যাজলউড ও নাথান লিয়ন। আর একটি উইকেট নেন শেন ওয়াটসন। খবর ইন্ডিয়া টুডে ও বিবিসির
গতকাল চতুর্থ দিন শেষে স্বাগতিক অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২৫১ রান তুলে ইনিংস ঘোষণা করে। প্রথম ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ছিল ৭ উইকেটে ৫৭২ রান। জবাবে সফরকারী ভারত তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৪৭৫ রান তুলতে সক্ষম হয়। ফলে সফরকারীদের বিরুদ্ধে স্বাগতিকদের সামগ্রিক লিড দাঁড়ায় ৩৪৮ রান। ভারতের দ্বিতীয় ইনিংসে মুরালি বিজয় ৮০ রান, অধিনায়ক বিরাট কোহলি ৪৬ রান, রোহিত শর্মা ৩৯ রান করেন। অজিঙ্কা রাহানে ৩৮ রান করে শেষ পর্যন্ত উইকেটে ছিলেন।
উল্লেখ্য, চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দুটি টেস্টে জয়লাভ করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। আর সিডনিসহ শেষ দুটি টেস্ট ড্র হয়। ফলে অস্ট্রেলিয়া সিরিজটি ২-০ তে জিতে নিয়ে বর্ডার-গাভাস্কার ট্রফি পুনরুদ্ধার করেছে।
বিডি-প্রতিদিন/ ১০ জানুয়ারি ২০১৫/শরীফ