ইউরোপে খেলা ফুটবলারদের মধ্যে থেকে ২০১৪ সালের সেরা একাদশ ঘোষণা করা হয়েছে। প্রত্যাশিতভাবেই এ একাদশে বর্তমানের সেরা দুই তারকা লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো থাকলেও জায়গা হয়নি ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের। আক্রমনভাবে মেসি ও রোনালদোর পাশে তৃতীয় ফরোয়ার্ড হিসেবে জায়গা পেয়েছেন পিএসজিতে খেলা সুইডেনের জ্লাতান ইব্রাহিমোভিচের।
ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ডটকমের ওয়েবসাইটে সাড়ে ৮ লাখ ফুটবলপ্রেমীদের ভোটে এই একাদশ গঠন করা হয়েছে।
তালিকায় বায়ার্ন মিউনিখ থেকে সর্বোচ্চ ৪ জন একাদশে জায়গা পেয়েছেন। আর দেশ হিসেবে জার্মানির সর্বোচ্চ ৩ জন আছেন এ একাদশে।
গোলরক্ষক হিসেবে একাদশে আছেন জার্মানির শীর্ষ লিগ বুন্দেসলিগা জয়ী বায়ার্নের মানুয়েল ন্যুয়ার। জার্মানিকে বিশ্বকাপ জেতাতে দারুণ অবদান রাখেন সেরা গোলদাতার পুরস্কার জেতা ন্যুয়ার। জার্মানির বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক ফিলিপ লাম এবং ওই দলের অন্যতম সদস্য টনি ক্রুসও আছেন একাদশে। বিশ্বকাপ শেষেই অবসর নেন তখন বায়ার্নে খেলা লাম।
একাদশে বায়ার্ন থেকে আরও আছেন অস্ট্রিয়ার ডাভিড আলাবা এবং নেদারল্যান্ডসের আরিয়েন রবেন। চার ডিফেন্ডারের আরেকজন হলেন আতলেতিকো মাদ্রিদের দিয়েগো গোদিন।
রিয়াল মাদ্রিদ থেকে এই একাদশে রোনালদো ছাড়াও আছেন স্পেনের ডিফেন্ডার সের্হিও রামোস। মিডফিল্ডার ক্রুস এখন রিয়ালে খেলেন।
আর ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আছেন আনহেল ডি মারিয়া। বিশ্বকাপে দেশ আর্জেন্টিনার হয়ে দারুণ খেলেছিলেন তিনি। তাছাড়া গত মৌসুমে রিয়ালে খেলার সময় ক্লাবকে ইউরোপ সেরা করতে অসাধারণ অবদান রাখেন এই মিডফিল্ডার।
২০১৪ সালের উয়েফা একাদশ:
গোলরক্ষক: মানুয়েল ন্যুয়ার
ডিফেন্ডার: সের্হিও রামোস, ফিলিপ লাম, ডাভিড আলাবা, দিয়েগো গোদিন।
মিডফিল্ডার: আরিয়েন রবেন, আনহেল ডি মারিয়া, টনি ক্রুস।
ফরোয়ার্ড: ক্রিস্তিয়ানো রোনালদো, লিওনেল মেসি, জ্লাতান ইব্রাহিমোভিচ।
বিডি-প্রতিদিন/ ১০ জানুয়ারি, ২০১৫/মাহবুব