গত বছরের মে মাসে ন্যু ক্যাম্পে বার্সেলোনার সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। এ ড্র-ই অ্যাটলেটিকো মাদ্রিদকে দীর্ঘদিন পর লা লিগার শিরোপা উপহার দিয়েছিল। সেই থেকে অ্যাটলেটিকো মাদ্রিদের ওপর বার্সাভক্তদের ক্ষোভের পরিমাণ বাড়ছেই। তবে এসব নিয়ে আর্জেন্টাইন কোচ দিয়েগো সিমিওনের ভাবনা খুব কমই। তিনি কেবল নিজের দলটাকে প্রতিটি ম্যাচ জয়ের জন্য প্রস্তুত রাখতে চান। এমনকি গত মৌসুমের সেরা তারকাদের হারানোর পরও দলটিকে ঠিকই জয়ের রাস্তায় ধরে রেখেছেন সিমিওনে। এই তো দিন কয়েক আগে শহুরে প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদকে অবিশ্বাস্যভাবে হারিয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এমন কঠিন দলটিরই মুখোমুখি হচ্ছে আজ বার্সেলোনা। ন্যু ক্যাম্পে সমস্যার অন্ত নেই। তবে বর্তমান ক্লাব প্রেসিডেন্ট বার্তোমিউ লিওনেল মেসির কাছে প্রতিজ্ঞা করেছেন, লুইস এনরিকেকে বিদায় করে ফ্র্যাঙ্ক রাইকার্ডকে দলে আনবেন। অন্তত এনরিকের বিদায় নিশ্চিত হয়ে গেছে। এমন অবস্থায় লিওনেল মেসিই এখন বার্সেলোনার প্রধান স্তম্ভ হয়ে আছেন। আজ জাভি ইনজুরির কারণে মাঠে থাকতে পারবেন না। প্রথম একাদশে হয়তো ইনিয়েস্তাও অনুপস্থিত থাকবেন। সে ক্ষেত্রে আজও লিওনেল মেসিই অধিনায়কের আর্মব্যান্ড পরবেন। অ্যাটলেটিকো মাদ্রিদের মতো কঠিন দলের বিপক্ষে জয়ের জন্য মেসিদের উজাড় করা পারফর্মই আশা করছেন ভক্তরা। অবশ্য ন্যু ক্যাম্পের দর্শকদের জন্য সুখবর হচ্ছে, মেসি-নেইমার-সুয়ারেজ ত্রয়ী এখন পুরোপুরিই ফর্মে আছেন। কোপা দেল রে কাপের গত ম্যাচে তিনজনই গোল পেয়েছেন। দেখা যাক, আজও বার্সা ত্রয়ী নিজেদের মেলে ধরতে পারেন কি না!
লা লিগায় ১৭ ম্যাচ খেলে ৩৮ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে রয়েছে বার্সেলোনা। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে তিন নম্বরে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এ অবস্থায় আজ বার্সেলোনাকে হারাতে পারলেই দুই নম্বরে উঠে যাবে অ্যাটলেটিকো। অন্যদিকে কাতালানরা এই ম্যাচ জিতলে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের জন্য নতুন চ্যালেঞ্জই উপহার দেবে।