আগামীকাল সমাধান হবে বছরের মৌসুমের সেরা বিতর্কের। ফিফা ব্যালন ডি'অর কে জিতবেন? লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো নাকি ম্যানুয়েল নিউয়ার? আগামীকালই ফিফা বিজয়ীর নাম ঘোষণা করবে। তবে এরই মধ্যে আরও একটা সেরার স্বীকৃতি পেয়ে গেলেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ফুটবলের বিখ্যাত ওয়েবসাইট গোল ডট কম 'সেলুন ডি'অর' নামে নতুন একটা পুরস্কার চালু করেছে। পাঠকের ভোটে বছরের সেরা 'হেয়ার স্টাইলিস্ট' ফুটবলারকে বেছে নিয়েছে ওয়েবসাইটটি। কার চুলের ছাঁট সবচেয়ে আকর্ষণীয় ছিল, এটা খুঁজে বের করাই ছিল উদ্দেশ্য। ক্রিস্টিয়ানো রোনালদো ৩২.৭ শতাংশ ভোট পেয়ে প্রথম 'সেলুন ডি'অরে' সেরা নির্বাচিত হয়েছেন। দ্বিতীয় স্থানে আছেন জুভেন্টাসের ইতালিয়ান মিডফিল্ডার আন্দ্রে পিরলো। তিনি পেয়েছেন ৯.৪ শতাংশ ভোট। ৭.৯ শতাংশ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা নেইমার। নাম নেই আর্জেন্টাইন তারকা মেসির।