বাংলাদেশ ক্রিকেটের জন্য ২০১৫ সালটা সাফল্যে মোড়ানো এক বছর। চন্ডিকা হাতুরাসিংহে কোচের দায়িত্ব নেওয়ার পর বদলে গেছে দেশের ক্রিকেটের রঙ। উন্নয়নশীল থেকে বাংলাদেশ ক্রিকেট এখন যেন পদার্পণ করতে যাচ্ছে উন্নত বিশ্বে! এই সাফল্যের অগ্রপথিক কিন্তু ব্যাটসম্যানরাই। কী ওয়ানডে, কী টেস্ট -টাইগারদের যাত্রা এখন ঊর্ধ্বমুখী। তবে টেস্টে সাফল্যের হারের গতিটা যদি গাণিতিক হারে বেড়ে থাকে, ওয়ানডে ক্রিকেটে অবশ্যই জ্যামিতিক হারে বেড়েছে। দলীয় দৃষ্টিকোণ থেকে দেখলে, ১৯৯৭ সালে ওয়ানডে মর্যাদা পাওয়ার পর থেকে ২০১৪ সাল পর্যন্ত এই ১৭ বছরে যে অর্জন, ২০১৫-তে এক বছরেই যেন সব কিছু ছাপিয়ে গেছে। বছরের প্রথম টুর্নামেন্ট অর্থাৎ বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠা। সেটাও কিনা অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মাটিতে। তারপর পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয়। আর টেস্ট ক্রিকেটে দলীয় সাফল্যটা আহামরি চোখে না পড়লেও ক্রিকেটারদের ব্যক্তিগত অর্জন অবশ্যই ঈর্ষণীয়।
২০১৫ সালে ওয়ানডে ক্রিকেটে হাতুরাসিংহের বিস্ময় আবিষ্কার সৌম্য সরকার। অভিষেকের পর থেকেই দুর্দান্ত পারফর্ম করে নিজেকে আলোচনায় রেখেছেন সাতক্ষীরার বামহাতি ব্যাটসম্যান। এই বছরে বাংলাদেশের সেরা ওয়ানডে ব্যাটসম্যানও তিনি। ১৫ ম্যাচে ৫১.৬৯ গড়ে করেছেন ৬৭২ রান। একটি সেঞ্চুরির সঙ্গে চারটি হাফ সেঞ্চুরিও রয়েছে তার। শুধু বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যেই যে সৌম্য সেরা তা কিন্তু নয়। চলতি বছরে এ পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক ১০ ব্যাটসম্যানের তালিকাতেও রয়েছেন তিনি। ২০১৫ সালে সৌম্যর সমান কিংবা কম ম্যাচ খেলে তার চেয়ে বেশি করেছেন কেবলমাত্র তিন ব্যাটসম্যান-কুমার সাঙ্গাকারা (১৪ ম্যাচে ৮৬২ রান), হাশিম আমলা (১৫ ম্যাচে ৭৯৭ রান) এবং এবি ডি ভিলিয়ার্স (১২ ম্যাচে ৭৩১ রান)। ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সৌম্যর পরেই সেরা পাঁচের বাকি চার ব্যাটসম্যান হচ্ছেন-মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান। মুশি যে বাংলাদেশের ব্যাটিংয়ের নিউক্লিয়াস সেটা পরিসংখ্যান দিয়ে না বুঝালেও চলে। চলতি বছরে সব ম্যাচে দলে থাকলেও তিনি ব্যাটিং করার সুযোগ ১৩ ইনিংসে। ৫০.৯১ গড়ে করেছেন ৬১১ রান। এক সেঞ্চুরির সঙ্গে দুই হাফ সেঞ্চুরি।
পারফরম্যান্সের জন্য সবচেয়ে বেশি সমালোচনার মুখোমুখি হতে হয় ড্যাসিং ওপেনার তামিম ইকবালকে। কিন্তু সেই তামিমের পরিসংখ্যানও ঈর্ষণীয়। এ বছর ১৫ ম্যাচে দুই সেঞ্চুরির পাশাপাশি চারটি হাফ সেঞ্চুরি রয়েছে তার। ৪৬.৯২ গড়ে করেছেন ৬১০ রান। আর ২০১৫ বিশ্বকাপে যেন পুনর্জন্ম ঘটেছে মাহমুদুল্লাহ রিয়াদের। তার টানা দুই সেঞ্চুরি সবাইকে অবাক করে দিয়েছে। এ বছর ১১ ইনিংসে ব্যাট করে ৪৪.১০ গড়ে ৪৪১ রান করেছেন তিনি। সাকিব আল হাসানকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। সব্যসাচী এক ক্রিকেটার। ব্যাটে-বলে বাংলাদেশের সেরা পারফর্মার। চলতি বছর বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা দাপুটে ব্যাটিং করায় মিডল অর্ডারে সাকিব খুব বেশি ব্যাটিং করার সুযোগই পাননি। বাংলাদেশের সেরা পাঁচে সাকিবের নাম থাকবে না- তা কি করে হয়। ৪৫ গড়ে ৪০৫ রান করেছে বিশ্বসেরা অলরাউন্ডার। ২০১৫ সালে বাংলাদেশের আর কোনো ওয়ানডে ম্যাচ নেই, তবে অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আরও দুটি টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা। এ বছর ইতিমধ্যেই ৫টি টেস্ট খেলেছে বাংলাদেশ। জিততে না পারলেও ৪ ম্যাচে ড্র করেছেন মুশফিকরা। এই সাফল্যই বা কম কিসে! তবে ব্যক্তিগত সাফল্য অনেক বেশি। খুলনা টেস্টে তামিম-ইমরুল মিলে ৩১২ রানের জুটি গড়েন, বাংলাদেশের ইতিহাসে টেস্টে সর্বোচ্চ রানের জুটি তো বটেই, টেস্টের ইতিহাসে দ্বিতীয় ইনিংসে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড। তাছাড়া দুই বাংলাদেশি ওপেনারের সর্বোচ্চ রানের জুটিও এটি।
এ বছরই বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২০৬ রানের ইনিংস খেলেছেন তামিম ইকবাল। চলতি বছরে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ গড় সাকিব আল হাসানের। ৫৮.৮০ গড়ে তিনি করেছেন ২৯৮ রান। তবে সর্বোচ্চ রান ইমরুল কায়েসের, ৫৪.৮৫ গড়ে ৩৮৪। দ্বিতীয় স্থানে তামিম, ৫ ম্যাচে ৫৩.৫৭ গড়ে করেছেন ৩৭৫ রান। এছাড়া চতুর্থ ও পঞ্চম স্থানে মুমিনুল হক (৩৬.৮৫ গড়ে ২৫৮ রান), ও মাহমুদুল্লাহ (৩৬.৮৩ গড়ে ২২১ রান)। ব্যাটিংয়ের মূলস্তম্ভ হচ্ছে টপ অর্ডার। এ বছর সে জায়গাতেই দুর্দান্ত দাপট দেখিয়েছে বাংলাদেশ। মজার বিষয় হচ্ছে, অনেক ম্যাচে মিডল কিংবা লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা ২২ গড়ে নামার সুযোগই পাননি। ব্যাটসম্যানদের দুর্দান্ত পারফরম্যান্সের কারণে একের পর এক সাফল্যও এসে ধরা দিয়েছে হাতের মুঠোয়। এখন প্রত্যাশা-২০১৫ সালের এই আগুনে ব্যাটিং-ধারা অব্যাহত থাকুক ২০১৬-তে এবং আগামী বছরগুলোতেও।
শিরোনাম
- ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিল পাকিস্তান
- পাঁচ আঙুলে ফুলে ওঠে তাজুলরাজ্য
- শেখ হাসিনার অপশাসন নিয়ে আলজাজিরার বিশেষ তথ্যচিত্র
- যুদ্ধ কারো জন্যই চূড়ান্ত বিজয় আনবে না
- হিকমত আল্লাহর বিশেষ অনুগ্রহ
- গাংনীতে ডাকাতি, ককটেল বিস্ফোরণ
- কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ইয়াসিনের
- সৌদির জাজনে জনপ্রিয় হচ্ছে নীল চা চাষ
- সাব্বির টাওয়ারের ছাদে আগুন, মজুত ছিল দাহ্য বৈদ্যুতিক ও প্লাস্টিক সামগ্রী
- রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৭৪
- হাসপাতালে বিমান হামলা: দক্ষিণ সুদানে নিহত ৭
- ফেনীতে গাঁজাসহ আটক, দুই যুবকের জেল
- ফেনীতে শিয়ালের মাংস বিক্রি, ৬ মাসের কারাদণ্ড
- স্বাস্থ্যঝুঁকিপূর্ণ আইসক্রিম প্রস্তুতকারককে ৪০ হাজার টাকা জরিমানা
- মায়ের সামনেই কিশোর ছেলেকে ছুরিকাঘাতে হত্যা
- গজারিয়ায় স্বর্ণকারকে ছুরিকাঘাত করে চেইন ছিনতাই, আটক ১
- শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাতক্ষীরার স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার
- গাজায় আক্রমণ বাড়াতে রিজার্ভ সেনা প্রস্তুত করছে ইসরায়েল
- এয়ার অ্যাম্বুলেন্সেই মঙ্গলবার ফিরছেন খালেদা জিয়া
- জনগণের অনুমতি ও নির্বাচিত সরকার ছাড়া করিডোর নয়: সুলতান সালাউদ্দিন টুকু
সৌম্য ওয়ানডেতে টেস্টে ইমরুল
মেজবাহ্-উল-হক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর