ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে শনিবার জয় পেয়েছে চেলসি। ২-০ গোলের এ জয়ে খুশি চেলসির কোচ হোসে মরিনহো। প্রিমিয়ার লিগে একের পর এক পরাজয়ে হতাশ ছিলেন তিনি। সেইসঙ্গে তার যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছিল! অ্যাস্টন ভিলার বিপক্ষে ২-০ গোলের জয় চেলসির খেলোয়াড়দের হারানো আত্মবিশ্বাস ফিরে পেতে সহায়তা করবে বলে মরিনহোর আশাবাদ।
শনিবারের ম্যাচের আগে পয়েন্ট তালিকায় ১৬তম ছিল চেলসি। অ্যাস্টন ভিলার বিরুদ্ধে জয়ে তাদের অবস্থান এখন ১১তম স্থানে। একাদশে ফেরা দিয়েগো কস্তা প্রথম গোলটি করেছেন ৩৪ মিনিটে। ম্যাচের প্রথমার্ধ ১-০ তে শেষ হয়। খেলার দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণ শানাতে থাকে চেলসি। গতবারের চ্যাম্পিয়নরা ডিফেন্সও করেছে চমৎকারভাবে। ফলে ৫৪ মিনিটে দ্বিতীয় গোলটি পায় তারা।
বিডি-প্রতিদিন/১৮ অক্টোবর ২০১৫/শরীফ