তাসকিন আহমেদের উপর থেকে আইসিসি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে বলে বুধবার সকালে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়। মুহূর্তের মধ্যেই খবরটি ছড়িয়ে পরে দেশের বিভিন্ন অনলাইনে, এমনকি কিছু টেলিভিশনের ব্রেকিং নিউজেও এ খবর প্রচার করা হয়। এরপরই বিষয়টি নিয়ে তৈরি হয় গুজব। যা মূলত সত্যি নয়!
তাসকিনের নিষেধাজ্ঞা নিয়ে মূলত আইসিসির সংবাদটি ছিল, বোলিং অ্যাকশনের বিষয়ে তাসকিনের করা রিভিউ আবেদনের শুনানি শেষে আইসিসির জুডিশিয়াল কমিশনার নিষেধাজ্ঞা বহাল রেখেছেন। প্রত্যাহার করেনি। কিন্তু বিভিন্ন গণমাধ্যমে বলা হয় শুনানি শেষে আইসিসির জুডিশিয়াল কমিশনার নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন। ফলে ভারতের বিপক্ষে তাসকিনের খেলতে কোনো বাধা নেই।
এর আগে গত সোমবার বিকেলে তাসকিন আহমেদের বোলিং নিষিদ্ধ করার সিদ্ধান্তের রিভিউ চেয়ে আইসিসির কাছে নোটিশ পাঠায় বিসিবি। আইনজীবীদের সঙ্গে আলোচনা করে ওই নোটিশ পাঠানো হয়।
এরপর মঙ্গলবার বিকালে বেঙ্গালুরুর রিটজ-কার্লটন হোটেলে বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদের কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই রিভিউর শুনানি হয়। প্রায় সাড়ে ৪ ঘণ্টার শুনানিতে বাংলাদেশের পক্ষে অংশ নিয়েছেন অভিযুক্ত পেসার তাসকিন আহমেদ, খালেদ মাহমুদ, সাকিব আল হাসান, কোচ চন্ডিকা হাথুরুসিংহে, পেস বোলিং কোচ হিথ স্ট্রিক ও বিসিবির আইনজীবী মুদাচ্ছির আলী।
বিডি-প্রতিদিন/২৩ মার্চ, ২০১৬/মাহবুব