ভোল বদলাতে ভালই পারেন আফ্রিদি। কলকাতায় নেমে সাংবাদিকদের পাকিস্তানি অধিনায়ক বলেছিলেন, নিজে দেশের মানুষের চেয়ে কলকাতাবাসী তাদের বেশি ভালোবাসে। এরপরই সাবেক ক্রিকেট থেকে শুরু নিজ দেশের রাজনীতিবিদদের তোপের মুখে পড়েন আফ্রিদি। যদিও এমন বিস্ফোরক মন্তব্যের একটা সুফল পাচ্ছে মালিক-আফ্রিদিরা। কারণ আফ্রিদির এমন বক্তব্যের পর স্টেডিয়ামে দর্শকদের ব্যাপক সমর্থন পাচ্ছেন তারা।
তবে এবার ভোট পাল্টে ঠিক আগের জায়গায় ফিরে গেছেন আফ্রিদি। নিউজিল্যান্ডের বিপক্ষে গতকাল হারায় পাকিস্তানের বিশ্বকাপ অনেকটা শেষ। যদিও শেষ ম্যাচে জয় পেলে ক্ষীণ আশা বেঁচে থাকবে পাকিস্তানিদের, তবে সেটা নির্ভর করছে অন্য ম্যাচের ওপর। এরপর পাকিস্তানের বিমান ধরতে হবে তাদের। এ কারণে বাড়ি ফেরার আগে আরেক বিস্ফোরক মন্তব্য করে নিজের পিঠ বাঁচালেন আফ্রিদি।
মোহালিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে আচমকাই ২২ গজে নিয়ে এলেন কাশ্মীর ইস্যুকে। ধারাভাষ্যকার রামিজ রাজার প্রশ্ন ছিল মোহালিতে কী প্রকার সমর্থন আশা করছেন আফ্রিদিরা। তার উত্তর দিতে গিয়ে আফ্রিদি বললেন, ‘এখানে অনেক মানুষ কাশ্মীর থেকে এসেছেন আমাদের সমর্থন দিতে।’
আফ্রিদির এমন মন্তব্যে রামিজ থেকে শুরু করে সকলেই অবাক হয়ে যান বলে দাবি করেছে ভারতীয় মিডিয়া। তাদের দাবি, টি-২০ বিশ্বকাপে পরপর ২টি ম্যাচ হেরে সেমিফাইনালে পাকিস্তানের ওঠা কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে। সুতরাং, ২২ গজে কাশ্মীর প্রসঙ্গ টেনে এনে পাকিস্তানের জাতীয়তাবাদীদের কাছে ভাল সেজে কি পিঠ বাঁচানোর বন্দোবস্ত করছেন আফ্রিদি!
বিডি-প্রতিদিন/২৩ মার্চ, ২০১৬/মাহবুব