দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে অাইসিসি টি-২০ বিশ্বকাপের ২৪তম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাট করছে ইংল্যান্ড। কিন্তু শুরুতে ভালো করলেও ৮ ওভারের মাথায় ৫টি উইকেট হারিয়ে ফেলেছে ইয়ন মরগানের নেতৃত্বাধীন ইংল্যান্ড। অথচ এক পর্যায়ে ১ উইকেট হারিয়ে ৪১ রান ছিল তাদের।
শীর্ষসারির ৫ ব্যাটসম্যানের মধ্যে ওপেনার জেসন রয় ৫ রান, ভিনস ২২ রান, প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচ অব দ্য ম্যাচ হওয়া জো রুট ১২ রান, অধিনায়ক ইয়ন মরগান ০ রান এবং জস বাটলার ৬ রান করে সাজঘরে ফিরেন। আফগানিস্তানের হয়ে মোহাম্মদ নবী ২টি উইকেট, আমির হামজা ১টি ও রসিদ খান ১টি উইকেট নেন। শেষ খবর পর্যন্ত ইংল্যান্ড ৮.৩ ওভার শেষে অার কোনো উইকেট না হারিয়ে ৫১ রান তুলেছে।
আফগানিস্তান ও ইংল্যান্ড প্রত্যেকেই এখন পর্যন্ত দুটি করে ম্যাচ খেলেছে। এর মধ্যে ইংল্যান্ড একটি ম্যাচে জয় পায়। তবে আফগানিস্তান তাদের দুটি ম্যাচেই হেরেছে। ইংল্যান্ড প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হাইস্কোরিং ম্যাচে ২৩০ তাড়া করে ২ উইকেটের জয় পায়। আফগানিস্তান শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকা উভয় দলের কাছেই হেরেছে।
বিডি-প্রতিদিন/২৩ মার্চ ২০১৬/শরীফ