নিষেধাজ্ঞার কবলে পড়ে ভারতে চলমান আইসিসি ষষ্ঠ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর শেষ না করেই দেশে ফিরতে হলো স্পিনার আরাফাত সানিকে। আজ বিকেল ৪টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
বিশ্বকাপে দারুণ কিছু করে দেখানোর স্বপ্ন নিয়ে ভারত গিয়েছিলেন বাঁহাতি এ স্পিনার। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে দুই উইকেট তুলে টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদানও দিচ্ছিলেন। কিন্তু এর আগে নেদারল্যান্ডের বিপক্ষে বাছাইপর্বের ম্যাচে অবৈধ বোলিংয়ের অভিযোগ ওঠে সানির বিরুদ্ধে।
পরে চেন্নাইয়ে আইসিসির অনুমোদিত ল্যাবে বোলিং পরীক্ষা দিয়েই নামেন পাকিস্তানের বিপক্ষে ম্যাচে। এরপর পরীক্ষার ফলাফলে অ্যাকশন অবৈধ ধরা পড়ে তার। ফলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ হন তিনি। তাই টুর্নামেন্ট না করেই দেশে ফিরতে হলো সানিকে।
বিডি-প্রতিদিন/২৩ মার্চ ২০১৬/শরীফ