ইংল্যান্ডের কাছে শেষ পর্যন্ত ১৫ রানে হারলো আফগানিস্তান। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৪২ রান সংগ্রহ করে ইংল্যান্ড।
জয়ের জন্য আফগানদের সামনে ১৪৩ রানের টার্গেট ছুড়ে দেয় তারা। জবাবে ২০ ওভার খেললেও ৯ উইকেটে আফগানিস্তানের ইনিংস থামে ১২৭ রানে।
এর আগে টসে জিতে আগে ব্যাট করতে নেমে রীতিমতো দুর্দশা ছিল ইংল্যান্ড শিবিরে। ৫৭ রান তুলতেই ইংল্যান্ডের নেই ছয়টি উইকেট, ওভার তখন ৯.২। ৮৫ রানে পড়ে সপ্তম উইকেট। শঙ্কা জেগেছিল ১০০ রানের মধ্যেই গুটিয়ে না যায় ইয়ান মরগানের দল।
তবে তা হতে দেননি মঈন আলী। শেষের দিকে ৩৩ বলে অপরাজিত ৪১ রানের ইনিংস স্বস্তি দিয়েছে গোটা ইংলিশ শিবিরে। সঙ্গে উইলের ১৭ বলে ২০ রানের ইনিংস। সব মিলিয়ে আফগানিস্তানের বিপক্ষে লড়াকু পুঁজি সংগ্রহ করতে পেরেছে ইংল্যান্ড।
ইংল্যান্ড দল: জেসন রয়, জেমস ভিন্স, জো রুট, জশ বাটলার, ইয়ন মরগ্যান (অধিনায়ক), বেন স্টোকস, মঈন আলী, আদিল রশিদ, ক্রিস জর্ডান, ডেভিড উইলি ও প্লানকেট।
আফগানিস্তান দল: মোহাম্মদ শাহজাদ, নুর আলী জাদরান, আসগর স্ট্যানিকজাই (অধিনায়ক), মোহাম্মদ নবী, শফিকুল্লাহ, গুলবাদিন নাঈব, সামিউল্লাহ শেনওয়ারি, নাজিবুল্লাহ জাদরান, রশিদ খান, আমির হামজা ও শাপুর জাদরান।
বিডি-প্রতিদিন/ ২৩ মার্চ ১৬/ সালাহ উদ্দীন