বেঙ্গালুরুর এম চেন্নাস্বামী স্টেডিয়ামে অাইসিসি ষষ্ঠ টি-২০ বিশ্বকাপের ২৫তম ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের জন্য এই ম্যাচটি টুর্নামেন্টে টিকে থাকার অবস্থায় পরিণত হয়েছে। অপরদিকে, ভারতের জন্যও ম্যাচটি ডু অর ডাই কারণ আজ বাংলাদেশের কাছে হারলে তাদের সেমিফাইনালে যাওয়ার পথ বন্ধ হয়ে যেতে পারে। বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হবে।
বাংলাদেশ ও ভারত উভয়েই দুটি করে ম্যাচ খেলেছে। এর মধ্যে ভারত একটি ম্যাচে জিতলেও টাইগাররা উভয় ম্যাচেই হেরেছে।
আজকের ম্যাচে টাইগারদের একাদশ : তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, সাকিব আল হাসান, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, শুভাগত হোম, মাশরাফি বিন মুর্তজা, আল আমিন হোসেইন ও মুস্তাফিজুর রহমান।
আর ভারতীয় একাদশ হলো : রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সুরেশ রায়না, যুবরাজ সিং, মাহেন্দ্র সিং ধোনি, হারদিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, আশীষ নেহরা, ও জাসপ্রিত বুমরা।
বিডি-প্রতিদিন/২৩ মার্চ ২০১৬/শরীফ