বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই বোলার তাসকিন আহমেদ ও আরাফাত সানির বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে ‘ড্রীম ফর ডিজঅ্যাবিলিটি’ নামে শারীরিক প্রতিবন্ধীদের একটি সংগঠনের উদ্যোগে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্যরা ছাড়াও নানা শ্রেণী-পেশার মানুষ মুখে কালো কাপড় বেঁধে ও হাতে বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে অংশগ্রহণ করে আইসিসির সিদ্ধান্তের বিরুদ্ধে মৌন প্রতিবাদ জানান।
মানবন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও শারীরিক প্রতিবন্ধী হেয়াত উল্লাহ্ মুন্না। এসময় উপস্থিত ছিলেন আইডিয়াল রেসিডেনসিয়াল স্কুল অ্যন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম, আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম ভূইয়া, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা মুক্তি খান, যুব মহিলা লীগ নেত্রী ফারহানা মিলি প্রমুখ।
বিডি-প্রতিদিন/২৪ মার্চ ২০১৬/শরীফ