টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে এক রানের হার মেনে নিতে বড়ই কষ্ট হচ্ছে ক্রিকেটপ্রেমীদের। শুধু কি ভক্তদের। কষ্ট ছুঁয়ে গেছে ক্রিকেটারদেরও। হওয়ারই কথা। জেতা ম্যাচ এক প্রকার ভারতকে উপহার দিয়েছে বাংলাদেশ।
ওইদিন শেষ ওভারে জয়ের জন্য টাইগারদের ১১ রানের দরকার ছিল। মুশফিক পরপর দুই চার হাঁকানোতে শেষ তিন বলে বাংলাদেশের দরকার ছিল ২ রান। এক রান করলে ম্যাচটা টাই হতো, কিন্তু সেটাও করতে পারেনি বাংলাদেশ। বরং তিন বলে ৩ উইকেট হারিয়ে ম্যাচটা বাংলাদেশ হেরেছে এক রানে।
সিঙ্গেল নিয়েও ম্যাচটা জেতা যেত জেনেও মুশফিক উড়িয়ে মারতে গিয়েছিলেন। এতে আউটের শুরুটা হয়। এরপর মাহমুদুল্লাহ, তারপর মুস্তাফিজ। ভারত এক রানে জয়ী। গতকাল নিজের ভুলে তীরে এসে তরি ডুবেছে বুঝতে পেরে দুঃখ প্রকাশ করেছেন মুশফিক। বৃহস্পতিবার সকালে ফেসবুকে তিনি দেশবাসীর কাছে এ দুঃখ প্রকাশ করেন। মুশফিকের সেই স্ট্যাটাসটি বাংলাদেশ প্রতিদিনের পাঠকদের জন্য তুলে ধরা হলো।
''আমি জানি গতকালের হারটি আপনাদের জন্য অনেক বেদনাদায়ক ছিল... কিন্তু দলের সকলেই প্রতিটি ম্যাচে নিজেকে উজাড় করে দিয়ে খেলে... তাই আমার ও দলের সবার জন্যই পরাজয়টা কষ্টকর ছিল।''
''এরকম সময়ে আমার এভাবে আউট হওয়া ঠিক হয়নি... হয়তো আমার জন্যই দল হেরে গেছে... সেক্ষেত্রে দেশবাসীর কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। আশা করি এটা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আপনাদের মুখে আবারও হাঁসি এনে দিতে পারবো।''
বিডি-প্রতিদিন/২৪ মার্চ, ২০১৬/মাহবুব