শেষ ৬ বলে ১১ রান। মুশফিক পরপর দুই চার হাঁকানোতে শেষ তিন বলে ২ রান। সিঙ্গেল নিলেও ম্যাচটা অনায়াসে জেতা জেতো। মুশফিক এবার উড়িয়ে মারতে গেলেন, কিন্তু সীমানা পার করতে পারলেন না। বাংলাদেশ হেরে গেছে ওখানেই। অথচ দু'দিকে হেলে থাকা ম্যাচটা কিনা টাইগাররের নাগালে নিয়ে এসেছিলেন মুশফিকই। কিন্তু শেষ পর্যন্ত খলনায়ক বলে গেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মুশফিকের পেশাদারিত্ব ও উদযাপন নিয়ে প্রশ্ন উঠল। এ যাত্রায় মাশরাফিকে পাশে পেলেন মুশফিক।
মাশরাফির মতে, ‘ওই সময়টায় আরেকটু হিসেব করে খেললেই হতো, আমাদের এত ঝুঁকিতে পড়তে হতো না। বৃত্তের মধ্যে কোনো ফিল্ডার ছিল না। যদি এক রান নিতাম (যে বলটিতে মুশফিক আউট হলো), আমরাই অনেক ভালো অবস্থানে থাকতাম। ওভাবে চিন্তা করতে পারলে তো ভালোই হতো। কিন্তু আমরা সেটা পারিনি।’
টানটান উত্তেজনা মুহূর্তে পরপর দু চারের পর মুশফিকের উদযাপন নিয়ে প্রশ্ন উঠেছে দেশবাসীর। এ বিষয়ে সাংবাদিকেদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশ দলপতি বলেন, মুশফিক আরও একটু সতর্ক হতে পারত। তারপরও ভাবুন, ২ বলে ২ চার মেরে ও-ই আমাদের জয়ের এত কাছে নিয়ে এসেছে। হয়তো এ কারণেই ওভাবে উদযাপন করেছে। এটা নিয়ে আসলে নেতিবাচক ভাবার কিছু নেই। কারণ ওই মুহূর্তে যেকোনো ব্যাটসম্যানই দুটি চার মারলে উত্তেজিত হয়ে যাওয়ার কথা।’
বিডি-প্রতিদিন/২৪ মার্চ, ২০১৬/মাহবুব