৩১০ রানের টার্গেট নিয়ে ব্যাটিং করতে নামেন বাংলাদেশি দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস। এরপর ৯.৫ ওভারে ৪৬ রানের পার্টনারশীপ থেকে বিদায় নেন তামিম ইকবাল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৩ ওভারে ৭ উইকেটে ২৭১ রান করেছে বাংলাদেশ। ইমরুল কায়েসের সেঞ্চুরি হয়েছে।
আজ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুপুর আড়াইটায় এই ম্যাচটি শুরু হয়। তিন ম্যাচ ওডিআই সিরিজের এটি প্রথম। ইংল্যান্ডের পক্ষে ব্যাট হাতে আলো ছড়ান তরুণ ব্যাটসম্যান বেন ডাকেট (৬০)। আউট হওয়ার আগে চতুর্থ উইকেটে স্টোকসের সঙ্গে ১৫৩ রানের পার্টনারশিপ গড়েন ২১ বছর বয়সী এ বাঁহাতি ব্যাটসম্যান।
বিডি প্রতিদিন/৭ অক্টোবর ২০১৬/হিমেল