দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ইনফর্ম ব্যাটসম্যান ইমরুল কায়েসের (১) উইকেট হারিয়েছে বাংলাদেশ।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে আজ শুক্রবার সকাল ১০টায় সফরকারী ইংল্যান্ড আর স্বাগতিক বাংলাদেশ মুখোমুখি হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৯ রান। তামিম ইকবাল (০) এবং মুমিনুল হক (৮) উইকেটে রয়েছেন।
বাংলাদেশের হয়ে ব্যাট হাতে ইনিংস শুরু করেন তামিম ইকবাল এবং ইমরুল কায়েস। ইনিংসের তৃতীয় ওভারেই বিদায় নেন ইনফর্ম ব্যাটসম্যান ইমরুল কায়েস। ক্রিস ওকসের লাফিয়ে ওঠা বলে শট নিয়ে ব্যক্তিগত ১ রানে বেন ডাকেটের হাতে পয়েন্টে ক্যাচ তুলে দেন ইমরুল।
এর আগে চট্টগ্রামে প্রথম টেস্টে জয়ের আশা জাগিয়েও ২২ রানে হেরে যায় মুশফিকুর রহিম বাহিনী। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে তাই সে আক্ষেপ ঘোঁচাতে চাইবে টাইগাররা।
তাই ঢাকা টেস্টে জয়ের জন্যই খেলতে চাইছেন মুশফিক, চাইছেন চট্টগ্রাম টেস্টের ভালো পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, শুভাগত হোম।
ইংল্যান্ড একাদশ: অ্যালিস্টার কুক (অধিনায়ক), বেন ডাকেট, জো রুট, গ্যারি ব্যালান্স, মঈন আলি, জনি বেয়ারস্টো, আদিল রশিদ, জাফর আনসারি, ক্রিস ওকস, বেন স্টোকস, স্টিফেন ফিন।
বিডি প্রতিদিন/ ২৮ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম