ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবাল টেস্ট ক্যারিয়ারে ৮ম শতক তুলে নিয়েছেন।
শুক্রবার সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ঝর তুলে ১২টি চারের সাহায্যে শতকের এ কোটা পার করেন তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার দলপতি মুশফিকুর রহিম।
ব্যাটিংয়ে নেমে শুরু থেকে সতর্ক তামিম নিজের প্রথম রান নেন ২০তম বলে। ধীরে শুরু করলেও দ্রুতই খোলস ছেড়ে বের হন তামিম। টেস্টে ক্যারিয়ারের ৪৪ ম্যাচে ৮৩তম ইনিংসে এসে ৮ম শতকের দেখা পেলেন তিনি। আর তা ছুঁতে এই বাঁহাতির লাগে মাত্র ১৩৯ বল।
এদিকে ইংল্যান্ডের বিপক্ষে ৭ টেস্টের ১২ ইনিংসে এটি তামিমের তৃতীয় শতক। এছাড়া ইংলিশদের বিপক্ষে পাঁচটি অর্ধশতকও রয়েছে টাইগার এই ব্যাটসম্যানের।
বিডি প্রতিদিন/ ২৮ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম