বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিমের বাবা গ্যালারিতে অতি পরিচিত একটি মুখ। বাংলাদেশ দলের খেলা হলেই তিনি ছুটে আসেন স্টেডিয়ামে মাঠে বসে খেলে দেখতে। মুসফিকুর রহিমের বাবা নিয়মিত দেখা গেকেও তার মাকে গ্যালারিতে তেমন একটা দেখা যায়নি। তবে আজ পুত্রের ৫০তম টেস্ট বলেই মাঠে ছুটে এসেছিলেন বাবা-মা দু'জনই।
আজ বাংলাদেশ-ইংল্যান্ডের মধ্যকার শেষ টেস্টের প্রথম দিনের খেলার মাঝামাঝি সময়ে বেন স্টোকসের দেয়া বাউন্সারের আঘাতে ক্রিজে লুটিয়ে পড়লেন মুশফিকুর রহিম। ঠিক তখনই টিভি স্ক্রিনে ভেসে আসল মুশফিকের বাবা-মায়ের উদ্বিগ্ন চেহারা।
এদিকে মাঠে ঢুকলেন বাংলাদেশ দলের ফিজিও। খানিক পরে ইংল্যান্ডের ফিজিও। স্ট্রেচার হাতে ফায়ার ব্রিগেডের দুই সদস্যও। কিছুক্ষণ পর উঠে দাঁড়ালেন বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিক। আশংকা কেটে গেল দর্শকদের। তুমুল করতালির মাধ্যমে দর্শকরা অনুপ্রাণিত করলেন টাইগার অধিনায়ককে।
কিন্তু গ্যালারিতে বসা মুশফিকের মা রহিমা খাতুনের শংকা কাটলো না। কেঁদে দিলেন ছেলের দুশ্চিন্তায়। এসময় মুশফিকের বাবা মাহবুব হামিদ তাকে সান্তনা দেন।
বিডি-প্রতিদিন/২৮ অক্টোবর, ২০১৬/তাফসীর