বয়স মাত্র ১৫ বছর। ইতোমধ্যেই বিস্ময় বালক ফুটবল বিশ্বে নিজেকে চিনিয়েছেন এমেকা অবি। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো তাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল। বিশেষ করে বুরি থেকে এমেকা অবিকে নিতে চেয়েছিল লিভারপুল এবং স্টোক সিটি।
শেষ পর্যন্ত এমেকা অবিকে কিনে নিয়ে আসে লিভারপুল। এর ফলে এখন থেকে অ্যানফিল্ডেই ঝড় তুলবেন নাইজিরিয়ান বংশোদ্ভূত অবি। অবির সাবেক ক্লাব বুরির কোচ ডেভিড ফ্লিটক্রোফ্ট ছয় ফুট পাঁচ ইঞ্চি উচ্চতার এই বালককে দেশের সেরা প্রতিভাবান ফুটবলার হিসেবে মন্তব্য করেছেন।
তিনি বলেন, ‘তার দেশে ১৫ বছরের প্রতিভাবান ফুটবলারদের মধ্যে সেই সেরা। আমরা তাকে পাঁচ সপ্তাহ পেয়েছি। সে আমাদের প্রথম দলে অনুশীলনও করেছে। অনুর্ধ্ব-১৮ দলের হয়েও খেলেছে সে।’
বিডি-প্রতিদিন/২৮ অক্টোবর, ২০১৬/তাফসীর