আবারও আলোচনায় চলে এলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। নিজের ইন্সটাগ্রামে প্রায় টপলেস নিজের ছবি পোস্ট করে ফের আলোচনার জন্ম দিলেন তিনি। এর আগে বিশ্বফুটবলের সেরা এই স্ট্রাইকারকে বিভিন্ন বিজ্ঞাপন এবং সাময়িকীতে নগ্ন হয়ে পোজ দিতে দেখা যায়।
শুক্রবার নিজের ইন্সটাগ্রামে এই ছবি পোস্ট করেন রোনালদো। পরবর্তীতে তার এই ছবির নিচে ভক্ত-অনুরাগীরা লাইক-কমেন্ট দিয়ে নিজেদের অনুভূতির কথা প্রকাশ করে। কেউ কেউ তার বর্তমান ফর্মহীনতার জন্য তাকে উপহাস ও করেছেন।
আজ লা লিগায় আবারও মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ আলাভেস। এই ম্যাচে নিশ্চই গোলে ফিরবেন বলে রোনালদো ভক্তদের বিশ্বাস। রোনালদো গোল না পেলেও তার দল রিয়াল মাদ্রিদ উড়ছে। বর্তমানে লা লিগার শীর্ষে অবস্থান করছে জিদানের দল। মৌসুমের প্রথম ৯ মাস থেকে তাদের সংগ্রহ ২১ পয়েন্ট। ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে সেভিয়া। আর তিন নাম্বারে অবস্থান করছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বি বার্সেলোনা।
বিডি-প্রতিদিন/২৯ অক্টোবর, ২০১৬/তাফসীর