অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা অধিনায়কদের অন্যতম রিকি পন্টিং। সম্প্রতি দেশটির টি-টোয়েন্টি দলের কোচ হতে যাচ্ছেন বলে ইঙ্গিত দিয়েছেন পন্টিং নিজেই।
অস্ট্রেলিয়ান গণমাধ্যমগুলো জানিয়েছে, আসন্ন ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য কোচের দায়িত্বে কাউকে খুঁজছে অস্ট্রেলিয়া ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
এ ব্যাপারে পন্টিং বলেছেন, ‘ওই সময়ে ড্যারেন ভারতে থাকবে, তাই তাদের (সিএ) টি-টোয়েন্টি দলের জন্য কোচের প্রয়োজন। দেখা যাক কি হয়। আশা করি কয়েক মাসের মধ্যেই এ ব্যাপারে তারা একটা ঘোষণা দেবে।’
সেক্ষেত্রে পন্টিংয়ের কোচ হওয়ার সম্ভাবনাটা কতোটুকু তা জানতে চাইলে ‘কৌশলী’ উত্তর পন্টিংয়ের। তিনি বলেন, ‘হ্যা, এখানে কিছু অনুসন্ধান হবে। আমি এখনি নিশ্চিত করে বলছি না যে আমিই কোচ হবো। দেখা যাক কি হয়।’
বিডি-প্রতিদিন/২৯ অক্টোবর, ২০১৬/তাফসীর