চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে আশা জাগিয়েও শেষ দিকে ব্যাটসম্যানদের ব্যর্থতায় লিড পায়নি বাংলাদেশ। এবার ঢাকা টেস্টেও মিরাজ-তাইজুলের ঘূর্ণি জাদুতে প্রথম ইনিংসে লিডের স্বপ্ন দেখছিল স্বাগতিক বাংলাদেশ।
তবে মধ্যাহ্ন বিরতির পর ক্রিস ওকস-আদিল রশিদের নবম উইকেটের জুটিতে ভর করে ঘুরে দাঁড়িয়ে উল্টো লিড নেয় সফরকারী ইংল্যান্ড। দলীয় ১৪৪ রানে জো রুটের বিদায়ে অষ্টম উইকেট হারালেও প্রতিরোধ করে মুশফিকদের সামনে বাধার দেয়াল হয়ে দাঁড়ায় উকস-রশিদ পার্টনারশিপ।
নবম উইকেট জুটিতে ওকস আর আদিল রশিদ যখন ভয়ঙ্কর হয়ে ওঠছিলেন তখন ওকসে ফেরান মেহেদী হাসান মিরাজ। এরপর তাইজুলের শিকার হন ফিন। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান ফিন। সেই সঙ্গে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ২৪৪ রানে। ইংল্যান্ড লিড পায় ২৪ রানের।
বিডি-প্রতিদিন/২৯ অক্টোবর, ২০১৬/তাফসীর