‘বি ফর ব্যাড…বি ফর চ্যাম্পিয়ন’৷ খারাপ হয়েও অনেক কিছু অর্জন করা সম্ভব৷ এমনটাই বলছেন ভারতের মাটিতে টি-২০ বিশ্বকাপ জয়ী দুই ওয়েস্ট ইন্ডিজ তারকা ডোয়েন ব্র্যাভো ও ক্রিস গেইল৷ এই দুই ক্যারিবিয়ান তারকা ডোয়েন ব্র্যাভো ও ক্রিস গেইলকে ‘স্কোর’ কনডম তাদের নতুন বিজ্ঞাপনে ব্যবহার করছে৷
ভারতের জনপ্রিয় কনডম প্রস্তুতকারক সংস্থা স্কোর নিয়ে এসেছে নতুন কিছু কন্ডোম৷‘চ্যাম্পিয়ন সিরিজ’ কনডমের বিজ্ঞাপনে ব্র্যাভো আর গেইলকে নাচতে-নাচতে গান করতে দেখা যায়। এই বিজ্ঞাপনে ব্র্যাভোর গলায় তাঁরই তৈরি বিখ্যাত ‘চ্যাম্পিয়ন’ গানটিকে ব্যবহার করা হয়েছে৷ আর তার সাথে তাল মিলিয়েছেন গেইল৷
টি-২০ বিশ্বকাপ থেকেই ব্র্যাভোর চ্যাম্পিয়ন গানটি তুমুল জনপ্রিয়তা পায়৷ তারপর থেকেই এই গান সবার এখন সবার মুখেমুখে৷ যদিও বিজ্ঞাপনের এই গানে মূল চ্যাম্পিয়ন গানের বেশ কিছু ভাষা বদলে দেওয়া হয়েছে৷
বিডি-প্রতিদিন/২৯ অক্টোবর, ২০১৬/তাফসীর