জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে রানের পাহাড় গড়তে যাচ্ছে শ্রীলঙ্কা। শনিবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাট করতে নেমে কুশল পেরেরার দুর্দান্ত সেঞ্চুরিতে ৪ উইকেট হারিয়ে ৩১৭ রান সংগ্রহ করেছে সফরকারীরা। জিম্বাবুয়ের স্পিনার গ্রায়েম ক্রেমারের ঘূর্ণিতে চার উইকেট হারালেও প্রথম দিনই টেস্টের নিয়ন্ত্রণ হাতে নিয়ে নিয়েছে রঙ্গনা হেরাথের দল।
টস জিতে ব্যাট করতে নেমে কুশল সিলভা আর দিমুথ করুণারত্নে মিলে ১২৩ রানের দারুণ একটি জুটি গড়ে তোলেন। ৫৬ রান করে আউট হন করুণারত্নে। টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করার পর অবশ্য বেশি দূর যেতে পারেননি পেরেরা। ১১০ রান করার পর গ্রায়েম ক্রেমারের বলে ম্যালকম ওয়ালারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ৩৪ রান করে আউট হন কুশল মেন্ডিস। এদিন, সেঞ্চুরির দেখা পেতে পারতেন কুশল সিলভাও। মাত্র ৬ রানের জন্য তিন অংক ছোঁয়া হয়নি তার।
দিন শেষে ১৩ রানে উপল থারাঙ্গা এবং ১০ রানে উইকেটে রয়েছেন ধনঞ্জয়া ডি সিলভা। গ্রায়েম ক্রেমার একাই নেন তিন উইকেট। একটি নেন ম্যালকম ওয়ালার।
বিডি-প্রতিদিন/৩০ অক্টোবর, ২০১৬/মাহবুব