লা লিগায় নিজেদের থেকে অপেক্ষাকৃত দুর্বল দল গ্রানাডার বিপক্ষে জিততে বেশ কষ্ট করতে হয়েছে লিওয়েন মেসির বার্সেলোনাকে। তবে শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে মাঠ ছাড়তে পেরেছে লুইস এনরিকের শিষ্যরা। বার্সেলোনার পক্ষে একমাত্র গোলটি করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফিনহা।
শনিবার রাতে নিজেদের ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে লিগ টেবিলের তলানিতে থাকা গ্রানাডাকে বেশ ভালভাবেই স্বাগত জানায় বার্সা। তবে দলের সেরা তিন তারকা লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমার কেউই গ্রানাডার বিপক্ষে নিজেদের মেলে ধরতে পারেননি।
বিরতির পরই খেলায় ফিরে কাতালানরা। ভ্যলির মাধ্যমে দারুণ এক গোল করে দলের হয়ে লিড নেন রাফিনহা। চলতি মৌসুমে গোলের দারুণ ধারাবাহিকতা ধরে রাখলেন এ ব্রাজিলিয়ান মিডফিল্ডার। লিগে ছয় ম্যাচে করেছেন পাঁচ গোল।
১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয়স্থানে রয়েছে বার্সা। অন্যদিকে মালাগাকে ৪-২ গোলে হারিয়ে ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে অ্যাতলেটিকো মাদ্রিদ।
বিডি-প্রতিদিন/৩০ অক্টোবর, ২০১৬/তাফসীর