৩ উইকেটে ১৫২ রানে আজকের দিনের খেলা শুরু করে বাংলাদেশের। বাংলাদেশের লিড তখন ১২৮ রানের। সাকিবকে নিয়ে ইমরুল সেই লিড বাড়িয়ে একসময় থামেন। চতুর্থ উইকেট জুটিতে প্রথম ঘণ্টাতে ৪৮ রানের জুটি তাদের।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে যখন ইমরুল কায়েস ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় সেঞ্চুরিটা পাবেন কি পাবেন কিনা এই প্রশ্নটা উচ্চারিত হচ্ছে ঠিক তখনই চমৎকার ব্যাট করতে থাকা ইমরুল কায়েস ৭৮ রান করে মঈনের বলে এলবিডাব্লিউ হয়ে ফিরলেন। দলকে ভালো কিছুই দিলেন বটে। কিন্তু সেঞ্চুরিটা মিস করলেন।। বাংলাদেশের রান তখন ২০০। ১৭৬ রানের লিড।
এখন ক্রিজে আছেন সাকিব আল হাসান ও অধিনায়ক মুশফিকুর রহিম। এই দুই জনের উপর ভর করেই বড় সংগ্রহের দিকে এগোচ্ছে টাইগাররা।
বিডি-প্রতিদিন/৩০ অক্টোবর, ২০১৬/তাফসীর-০৯