ওয়াকওভার পেয়ে ভিয়েনা ওপেনের ফাইনালে উঠে গেছেন ইংলিশ তারকা অ্যান্ডি মারে! পায়ের ইনজুরির কারণে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ডেভিড ফেরার সেমিফাইনাল থেকে সরে দাঁড়ানোয় ওয়াকওভার পান তিনি।
ফাইনালে মারের প্রতিপক্ষ জো উইলফ্রেড সোঙ্গা। ক্রোয়েশিয়ান ইভো কার্লোভিকের বিপক্ষে ৫-৭, ৭-৫, ৭-৬ (৮-৬) গেমের ঘাম ঝরানো জয়ে ফাইনালে উঠেন এই ফ্রেঞ্চ তারকা।
এই ইভেন্টে সবশেষ দুই বছর আগে চ্যাম্পিয়ন তকমা পান মারে। এবার তা পুনরুদ্ধারের চ্যালেঞ্জ। দুর্দান্ত ফর্মে থাকা ২৯ বছর বয়সী এ টেনিস সেনসেশন সম্প্রতি চায়না ওপেন ও সাংহাই ওপেনে ব্যাক টু ব্যাক শিরোপা উল্লাসে মাতেন।
বিডি-প্রতিদিন/৩০ অক্টোবর, ২০১৬/মাহবুব-০১