এনামুল হক জুনিয়র ও সাকিব আল হাসানের পর তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে এক টেস্টে ১০ উইকেট শিকারের কৃতিত্ব দেখালেন মেহেদি হাসান মিরাজ।
মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট শিকার করেন মিরাজ। রবিাবর দ্বিতীয় ইনিংসেও ৬ উইকেট নিয়েছেন খুলনার এই স্পিনার।
দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ ১৮টি উইকেট নিয়েছেন এনামুল ও সাকিব। চলতি সিরিজে এখনও মিরাজের উইকেট ১৯টি।
বিডি-প্রতিদিন/৩০ অক্টোবর, ২০১৬/মাহবুব-০৫