২ নভেম্বর, ২০১৬ ০৪:৫৭

অবশেষে বার্সেলোনার সাথে জিতল ম্যানচেস্টার সিটি

অনলাইন ডেস্ক

অবশেষে বার্সেলোনার সাথে জিতল ম্যানচেস্টার সিটি

বার্সেলোনার কাছে টানা পাঁচ ম্যাচ হেরেছে ম্যানচেস্টার সিটি। টানা পাঁচ হারের পর অবশেষে জয়ের দেখা পেল পেপ গার্দিওলার দল। কেভিন ডি-ব্রুইন, ইলকাই গুনদোয়ানের নৈপুণ্যে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ৩-১ গোলে বার্সেলোনার বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি।

এর আগে ন্যু ক্যাম্পে বার্সেলোনার কাছে ৪-০ গোলে হেরেছিল ম্যানচেস্টার সিটি। মঙ্গলবার ইত্তিহাদ স্টেডিয়ামে সেই হারের প্রতিশোধ নেওয়ার দারুণ সুযোগ পায় পেপ গার্দিওলার দল।

মঙ্গলবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক খেলে কোচ গুয়ার্দিওলার ভাষায় ‘ফাইনাল’ খেলতে নামা স্বাগতিকরা। চ্যাম্পিয়নস লিগে গ্রুপ ‘সি’র দ্বিতীয় লেগে খেলতে নেমে আবারো দু’দলের মাঝে পার্থক্য গড়ে দেন বার্সার প্রাণভোমরা খ্যাত মেসি। সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে আতিথেয়তা নিয়ে গত ম্যাচের হ্যাটট্রিক হিরো মেসি খেলার ২১ মিনিটে গোল করে বার্সাকে এগিয়ে নেন। নেইমারের অ্যাসিস্ট থেকে গোলটি করেন আর্জেন্টাইন জাদুকর।

তবে পিছিয়ে পড়েও দমে যায়নি স্বাগতিকরা। বিরতিতে যাওয়ার ঠিক আগেই ম্যানসিটিকে সমতায় ফেরান গুনদোগান। এর ফলে ১-১ ব্যবধানে ড্র নিয়েই বিরতিতে যায় দুই দল।

১-১ গোলের সমতায় বিরতিতে গেলেও বিরতির পর খেলার ৫১ মিনিটের মাথায় ম্যানসিটির বেলজিয়ান তারকা ডি ব্রুইন বার্সার জালে বল ঢুকিয়ে দলকে লিড পাইয়ে দেন। ম্যাচের ৭৪ মিনিটের মাথায় আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরোর অ্যাসিস্ট থেকে দলের তৃতীয় আর নিজের দ্বিতীয় গোলটি করেন গুনডোগান। ৩-১ গোলে এগিয়ে থেকে ম্যাচ শেষ করে ম্যানসিটি।

 
     
বিডি-প্রতিদিন/২ নভেম্বর, ২০১৬/তাফসীর-১৪

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর