আগামী ৪ নভেম্বর মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগগের (বিপিএল) চতুর্থ আসর। আর এই টুর্নামেন্ট অংশ নিতে আজ ঢাকায় আসছেন পাকিস্তানের তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি। বুধবার বিকেল সাড়ে ৩টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবতরণের কথা রয়েছে।
২০১২ সাল থেকেই বিপিএলে অংশ নেওয়া সাবেক পাকিস্তানি অধিনায়ক বিপিএল চতুর্থ আসরে খেলবেন রংপুর রাইডার্সের হয়ে। গত আসরে তিনি সিলেট রয়্যালসের হয়ে অংশ নিয়েছিলেন।
এদিকে, এবারের আসরে আফ্রিদিকে অন্যরূপে দেখতে পাবেন দর্শকরা। একটি পাকিস্তানি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তেমনটাই জানিয়েছেন এই অলরাউন্ডার। বলেন, রংপুর রাইডার্সের হয়ে তিনি মাঠে নামবেন উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘রংপুর রাইডার্সের কর্মকর্তারা চান আমি ওপেন করি, ব্যাপারটি আমি গভীরভাবে চিন্তা করছি। এটি অবশ্যই একটি চ্যালেঞ্জের ব্যাপার, কারণ আমি অনেক দিন ওপেন করিনি। অনুশীলনে আমার পারফরম্যান্স যাচাই-বাছাই করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’
বিডি-প্রতিদিন/০২ নভেম্বর, ২০১৬/মাহবুব