এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় পাকিস্তানের খণ্ডকালীন বোলিং কোচ হিসেবে কাজ করেছেন সাবেক অলরাউন্ডার আজহার মাহমুদ। দলের সঙ্গে ছিলেন ইংল্যান্ড সফরেও। এবার আবারও পাকিস্তানের খণ্ডকালীন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন আজহার মাহমুদ।
১৭ নভেম্বর নিউজিল্যান্ডে দুই টেস্টের সিরিজ খেলতে যাচ্ছে পাকিস্তান। সিরিজটির জন্য সাবেক এই অলরাউন্ডারকে বোলিং কোচের দায়িত্ব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নিউজিল্যান্ড সিরিজে পাকিস্তান দলের সঙ্গে আরও থাকছেন প্রধান কোচ মিকি আর্থার, ব্যাটিং কোচ গ্র্যান্ড ফ্লাউয়ার ও ফিল্ডিং কোচ স্টিভ রিক্সন।
বিডি প্রতিদিন/২ নভেম্বর, ২০১৬/ফারজানা-১০