বিশ্বকাপ ফুটবলের সর্বোচ্চ ১৬টি গোলের রেকর্ড গড়া জার্মান স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা অবসরের ঘোষণা দিয়েছেন। এই মুহূর্তে তিনি জাতীয় দলের কোচের পদে যুক্ত হতে আগ্রহ প্রকাশ করেছেন।
দুই বছর আগে ব্রাজিল বিশ্বকাপের সেমিফাইনালে স্বাগতিকদের ৭-১ গোলে বিধ্বস্ত করার ম্যাচটিতে ক্লোসা ক্যারিয়ারের ১৬তম বিশ্বকাপ গোল করেন। এর ফলে তিনি ব্রাজিলিয়ান তারকা রোনাল্ডোর রেকর্ড ছাড়িয়ে যান। ওই আসরে জার্মান বিশ্বকাপ জয় করে।
প্রধান কোচ জোয়াকিম লোয়ের সাথে ইতালি চাকরির মেয়াদ বাড়ানোর পরে ক্লোসার ইচ্ছা রয়েছে জাতীয় দলের কোচিং স্টাফ পদে যোগ দেয়া।
এ সম্পর্কে জার্মান এফএ (ডিএফবি) এক বিবৃতিতে বলেছে, গোল সম্পর্কিত ব্যক্তিগত অনুশীলন প্রোগাম সম্পন্ন করে ক্লোসা নিজেকে কোচিং ক্যারিয়ারের জন্য যোগ্য করে তুলেছেন। ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বে তিনি জার্মান বেঞ্চে লোয়ের সাথে কাজ করার সুযোগ পাচ্ছেন আগামী ১১ নভেম্বর সান মারিনোর বিপক্ষে ম্যাচে। চারদিন পরে ইতালিতে মিলানের বিপক্ষে ম্যাচেও তিনি ডাগ আউটে থাকছেন।
এ সম্পর্কে ক্লোসা বলেছেন, ‘জাতীয় দলে আমি আমার সেরা সাফল্য অর্জন করেছি। ওই দিনগুলো চমৎকার ছিল যা কখনো ভুলার নয়। ডিএফবিতে ফিরতে পেরে আমি সত্যিই আনন্দিত। গত কয়েক মাসে এই পরিকল্পনা মাথায় এসেছে যে যেভাবেই হোক মাঠে থাকতে হবে। তবে কোচের বিষয়টি নতুন। ম্যাচের আবহ জানতে পারার অভিজ্ঞতা থেকেই আমি ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করে তুলেছি। এই সুযোগ করে দেবার জন্য আমি লো ও ডিএফবি পরিচালক হানসি ফ্লিকের কাছে কৃতজ্ঞ।'
সোমবার লো ২০২০ পর্যন্ত জাতীয় দলের সাথে নিজের চুক্তি নবায়ন করেছেন। ব্যাকরুম স্টাফ হিসেবে ক্লোসাকে পেয়ে তিনিও দারুন খুশী। তার মতে শুধুমাত্র খেলোয়াড় হিসেবে নয় মানুষ হিসেবেও সে আমাদের কাছে রোল মডেল। যে দল ও সাফল্যের জন্য সবকিছু করতে পারে। একজন কোচ হিসেবে গড়ে ওঠার জন্য আমরা তাকে পূর্ণ সহযোগিতা করবো।
২০০০ সালে কেইসার স্নাটার্নের হয়ে ক্লোজার বুন্দেসলিগায় অভিষেক হয়েছিল। এরপর তিনি ওয়ার্ডার ব্রেমেন, বায়ার্ন মিউনিখ ও ল্যাজিওতে খেলেছেন। জার্মানীর শীর্ষ পর্যায়ে তিনি ৩০৭ ম্যাচে ১২১ গোল করেছেন। ১৭৩ সিরি-আ ম্যাচে করেছেন ৬৮ গোল। ২০১৪ সালের বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে তিনি জার্মানীর হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন।
বিডি প্রতিদিন/০২ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-২