এবার কে হবেন ২০১৬ ফিফা বর্ষসেরা কোচ? সম্প্রতি বর্ষসেরা ফুটবলারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশিত হবার পরপর কোচদের তালিকা প্রকাশিত হল। বছরের সেরা কোচ নির্বাচন প্রক্রিয়ার শুরুতে বুধবার ১০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফিফা। জানা যায়, বর্ষসেরা কোচদের সংক্ষিপ্ত তালিকায় জিনেদিন জিদানও রয়েছেন।
বর্ষসেরা ফুটবলার, কোচ নির্বাচনে ফিফা এবং ব্যালন ডি’অর দেওয়া বিখ্যাত ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবলের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নিজেদের পুরস্কারে ফিরে গেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
এবার বর্ষসেরা কোচদের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন যে ১০ জন-
১. ক্লাওদিও রানিয়েরি (লেস্টার সিটি)।
২. পেপ গুয়ার্দিওলা (বায়ার্ন মিউনিখ/ ম্যাঞ্চেস্টার সিটি)।
৩. লুইস এনরিকে (বার্সেলোনা)।
৪. জিনেদিন জিদান (রিয়াল মাদ্রিদ)।
৫. দিয়েগো সিমেওনে (আতলেতিকো মাদ্রিদ)।
৬. দিদিয়ে দেশম (ফ্রান্স)।
৭. ক্রিস কোলম্যান (ওয়েলস)।
৮. জুর্গেন ক্লপ (লিভারপুল)।
৯. মাওরিসিও পচেত্তিনো (টটেনহ্যাম হর্টসপার)।
১০. ফার্নান্দো সান্তোস (পর্তুগাল)।
বিডি প্রতিদিন/এ মজুমদার