চ্যাম্পিয়নস লিগে গ্রুপ ‘এফ’এর ম্যাচে দুর্বল লেগিয়া ওয়ারশর বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে হোঁচট খেয়েছে রিয়াল মাদ্রিদ। দুই ম্যাচ হাতে রেখে নকআউট পর্বে ওঠার সুযোগ থাকলেও ৩-৩ গোলের সমতা নিয়েই খুশি থাকতে হয় জিনেদিন জিদানের শিষ্যদের। ফলে বুরুশিয়া ডর্টমুন্ডকে পেছনে ফেলে শীর্ষে ওঠা হলো না দলটির।
বুধবার রাতে দ্বিতীয় লেগের ম্যাচে ওয়ারশর মাঠ পেপসি অ্যারিনায় আতিথিয়েতা নিতে যায় রিয়াল। তবে গ্যারেথ বেলের দুর্দান্ত পারফরম্যান্স সত্ত্বেও শেষ পর্যন্ত ড্রই সঙ্গী হয় গ্যালাকটিকোদের।
লেগিয়া ওয়ারসর মাঠে নাটকীয়তায় ভরা লড়াইয়ে শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে জিনেদিন জিদানের দল।
ইউরোপীয় প্রতিযোগিতায় গোলের ‘সেঞ্চুরি’ করার হাতছানিতে মাঠে নেমেছিলেন এ পর্যন্ত সর্বোচ্চ ৯৮ গোল করা রোনালদো। কিন্তু গোলমুখে একের পর এক ব্যর্থতায় শূন্য হাতেই ফিরতে হয়েছে চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোল করা এই পর্তুগিজ তারকাকে।
চার রাউন্ড শেষে শেষ ষোলোর টিকেট নিশ্চিত করা বরুসিয়ার পয়েন্ট ১০। দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল। স্পোর্তিংয়ের পয়েন্ট ৩। চতুর্থ স্থানে থাকা লেগিয়ার পয়েন্ট ১।
বিডি প্রতিদিন/ ০৩ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-৫