সদ্য অনুষ্ঠিত দুই ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশের সঙ্গে ১-১ এ ড্র করা ইংল্যান্ডকে ভারত হোয়াইটওয়াশ করবে বলে বিশ্বাস সৌরভ গাঙ্গুলীর।
বাংলাদেশ সফর শেষ করে এখন ভারতে রয়েছে ইংলিশরা। ভারতের সঙ্গে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা। ৯ নভেম্বর রাজকোট টেস্ট দিয়ে সিরিজ শুরু হবে।
বিশ্ব টেস্ট র্যাংকিংয়ে ভারত এক নম্বর। সম্প্রতি ৩ টেস্টের সিরিজে দেশের মাটিতে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে তারা। সৌরভের বিশ্বাস ভারত ঘরের মাঠে নিজেদের দুর্দান্ত ফর্ম ধরে রেখে আরেকটি হোয়াইটওয়াশ উপহার দেবে।
সৌরভের মন্তব্য অনেকটা ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনের কথার প্রতিধ্বনীর মতো। বাংলাদেশের বিপক্ষে সিরিজ দেখে ভনের মন্তব্য, ইংল্যান্ড মানসম্মত স্পিনের বিপক্ষে লড়তে ব্যর্থ হচ্ছে। এই দুর্দশা দূর না হলে রবিচন্দ্রন অশ্বিন ও রবিন্দ্র জাদেজার মতো স্পিনারদের সামনে পড়ে তাদের অবস্থা বেহাল হতে পারে।
বিডি প্রতিদিন/ ০৩ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১২