কোন কিংবদন্তি যা করতে পারেননি তাই করে দেখালেন ক্রেইগ ব্রেথওয়েট। ইতিহাসে প্রথম কোনো ওপেনার হিসেবে তিনি দুই ইনিংসেই অপরাজিত থাকার বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন। যা এর আগে টেস্ট ক্রিকেটে আর কখনো হয়নি। আর এই ক্রেইগ ব্রাথওয়েটের ব্যাটে ভর করেই পাকিস্তানের বিপক্ষে টেস্ট হোয়াইট ওয়াশ এড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
প্রথম ইনিংসে অপরাজিত ১৪২ রানের পর দ্বিতীয় ইনিংসে ব্র্যাথওয়েট অপরাজিত ৬০ রানে। টেস্ট ইতিহাসে এই প্রথমবার দুই ইনিংসেই অপরাজিত থাকলেন কোনো ওপেনার। এই ওপেনারের কাছেই মূলত হেরে গেল পাকিস্তান। শারজাহ টেস্টে ওয়েস্ট ইন্ডিজ জিতল ৫ উইকেটে। এই জয়টি বিশেষভাবে উল্লেখযোগ্য আরেকজনের জন্যও। ১২ টেস্টে নেতৃত্ব দিয়ে প্রথমবার জয়ের স্বাদ পেলেন জেসন হোল্ডার।
জয় অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল ম্যাচের চতুর্থ দিনই। ১৫৩ রান তাড়ায় ৬৭ রানে ৫ উইকেট হারালেও ব্র্যাথওয়েট ও শেন ডাওরিচের দৃঢ়তায় জয়ের কাছে এগোয় ওয়েস্ট ইন্ডিজ। শেষ দিনে প্রয়োজন ছিল ৩৯ রান। এই দুজনই সারেন সেই আনুষ্ঠানিকতা। দুজনই অপরাজিত ছিলেন ৬০ রানে। মোহাম্মদ আমিরেক দুটো চার মেরে ম্যাচ শেষ করেন ডাওরিচ।
শেষ টেস্ট হারলেও সিরিজ জয় আগেই নিশ্চিত করেছিল পাকিস্তান। এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান জিতেছিল সব ম্যাচ।
ম্যান অব ম্যাচের লড়াইয়ে ব্র্যাথওয়েটের ছিল না কোনো প্রতিদ্বন্দ্বী। ৩ টেস্টে ২১ উইকেট নিয়ে সিরিজ সেরা ইয়াসির শাহ।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ১ম ইনিংস:২৮১
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস:৩৩৭
পাকিস্তান ২য় ইনিংস:২০৮
ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: ৪৩.৫ ওভারে ১৫৪/৫ (ব্র্যাথওয়েইট ৬০*, জনসন ১২, ব্রাভো ৩, স্যামুয়েলস ১০, ব্ল্যাকউড ৪, চেইজ ২, ডাওরিচ ৬০*; আমির ০/৪৩, ওয়াহাব ২/৪৬, ইয়াসির ৩/৪০, বাবর ০/৩, নওয়াজ ০/২০)
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে জয়ী
সিরিজ: ৩ ম্যাচের সিরিজ পাকিস্তান ২-১ ব্যবধানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: ক্রেইগ ব্র্যাথওয়েট
ম্যান অব দা সিরিজ: ইয়াসির শাহ
বিডি-প্রতিদিন/৪ নভেম্বর, ২০১৬/তাফসীর-৬