ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি পদ থেকে সরে যেতে হচ্ছে অনুরাগ ঠাকুরকে। সোমবার লোধা কমিটির সুপারিশ মেনে বিসিসিআই সভাপতি পদ থেকে অনুরাগ ঠাকুরকে সরে যাওয়ার নির্দেশ দেন ভারতের সর্বোচ্চ আদালনত।
২০১৬ সালের মে মাসে সচিব পদ থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি নির্বাচিত হন অনুরাগ ঠাকুর। তিনিই বিসিসিআইয়ের ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ সভাপতি। অনুরাগের আগে বিসিসিআই সভাপতি ছিলেন শশাঙ্ক মনোহর। গত বছরের ১২ মে বিসিসিআই সভাপতির পদ থেকে সরে দাঁড়ান তিনি। বোর্ড সভাপতির দায়িত্ব ছেড়ে শশাঙ্ক মনোহর আইসিসির প্রথম স্বাধীন নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন।
সুপ্রিম কোর্টের নির্দেশে সরিয়ে দেয়া হয়েছে বোর্ড সচিব অজয় শিরকেও। রায়ের পর দেয়া প্রতিক্রিয়ায় অজয় জানিয়েছেন, এটা সর্বোচ্চ আদালতের রায়। তার কিছু বলার নেই। তার অনুশোচনা কিংবা কোনো ব্যক্তিগত উচ্চাকাঙ্খাও নেই।
আগামী দুই সপ্তাহের মধ্যে পর্যবেক্ষক নিয়োগ করবে সুপ্রিম কোর্ট। এ সময় পর্যন্ত বোর্ডের কাজ পরিচালনা করবেন দুই সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট।
বিডি প্রতিদিন/২ জানুয়ারি, ২০১৭/ফারজানা