প্রতিপক্ষের মাঠেও প্রত্যাশিত জয়ে ইউরোপা লিগের শেষ ষোলোয় উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ফরাসি দল সাতে ইচেনার বিপক্ষে ফিরতি পর্বের ম্যাচটি ১-০ গোলে জিতেছে ইউনাইটেড।
জ্লাতান ইব্রাহিমোভিচের হ্যাটট্রিকে ঘরের মাঠে ৩-০ এ জিতেছিল তারা। বুধবার রাতের জয়ে দুই লেগ মিলিয়ে জোসে মরিনিয়োর দলের জয় ৪-০ ব্যবধানে।
ষষ্ঠদশ মিনিটে জয়সূচক গোলটি করেন হেনরিখ মিখিতারিয়ান।
বিডি প্রতিদিন/২৩ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম