আগামী বছর বিশ্বকাপের মূল পর্বে খেলতে ইতালি ব্যর্থ হওয়ায় হতাশা প্রকাশ করেছেন আর্জেন্টাইন লিজেন্ড দিয়েগো ম্যারাডোনা। চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি সোমবার সুইডেনের সাথে ইউরোপিয়ান প্লে-অফের দ্বিতীয় লেগে গোল শূন্য ড্র করে দুই লেগ মিলিয়ে ০-১ ব্যবধানে পিছিয়ে থেকে বিশ্বকাপের চূড়ান্ত পর্বের আগেই বিদায় নেয়।
নিজের ফেসবুক পেজে এ সম্পর্কে ম্যারাডোনা লিখেছেন, ‘বিশ্বকাপে ইতালি যেতে না পারায় আমি সত্যিই দারুন হতাশ। ইতালিয়ানরা সব সময়ই বিশ্বকাপে বাড়তি একটি আমেজ নিয়ে উপস্থিত হয়। আমি প্লে-অফের ম্যাচটি দেখেছি। আমার কাছে মনে হয়েছে সুইডেন যেভাবে চাচ্ছে ইতালি ঠিক সেভাবেই খেলছে। বিশ্বকাপের প্রতিদ্বন্দ্বিতা প্রতিবারই আরও কঠিন হচ্ছে। তবে যাই হোক রাশিয়া বিশ্বকাপ থেকে ছিটকে পড়া বিশ্বের অন্যতম সেরা দল ইতালির জন্য সত্যিই দারুন দুঃখজনক ঘটনা।’
বিডি প্রতিদিন/১৫ নভেম্বর ২০১৭/এনায়েত করিম